
বিয়ানীবাজার প্রতিনিধি:
আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে হবে তারুণ্যকে— এমন আহ্বান জানিয়েছেন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিলেট-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, “আগামী বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর। ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মতো ছাত্র সংসদগুলো তারুণ্যের নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষাজীবনের শুরু থেকেই নৈতিকতা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা যায়। গতানুগতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।”
শনিবার সকালে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও কৃতি সংবর্ধনা ২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার সপ্তম থেকে দশম শ্রেণির সিঙ্গেল ডিজিটধারী (১–৯ রোল) কৃতি শিক্ষার্থীরা অংশ নেন।
পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর “ক্যারিয়ার গাইডলাইন” পর্বে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, পেশা নির্বাচন, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশ বিষয়ে পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা: সুলতান আহমদ টিপু, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কাযর্করী পরিষদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রআন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কাযর্করী পরিষদ সদস্য ও সাবেক সিলেট মহানগর সভাপতি ফরিদ আহমদ, ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আবু আইয়ূব মঞ্জু, সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি রুকন উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্ব শাখার সেক্রেটারি আদিলুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাও. ফয়জুল ইসলাম, সেক্রেটারি কাজী আবুল কাশেম, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম।
সঞ্চালনা করেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল মুমিন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্ব শাখার অর্থ ও প্রচার সম্পাদক আহবাব হোসেন মুরাদ, সাবেক কলেজ সভাপতি তানভীর এলাহী মজুমদার, সাবেক উত্তর শাখার সভাপতি রেদওয়ানুল করিম রামিম, সাবেক দক্ষিন শাখার সভাপতি আমিনুল ইসলাম, ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, দক্ষিন শাখার সেক্রেটারি আবু সাইদ, উত্তর শাখার সেক্রেটারি হামিদুল্লাহ আল সাইদ, পশ্চিম শাখার সেক্রেটারি নুরুল আমিন ও কলেজ সেক্রেটারি তোফায়েল হাসান তোহা সহ প্রমুখ।