1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ে বিদায়, স্মরণসভা ও অডিটোরিয়াম উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন নিউইয়র্কে ইতিহাস: প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি, প্রগতিশীল রাজনীতির নতুন অধ্যায় সিলেট-৬: মনোনয়ন ঘোষণায় আবেগ, ঐক্য ও রাজনীতির নতুন পাঠ জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে বিয়ানীবাজারে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ ১২০ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ইতালি তৃতীয় দফায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা: বগুড়া-৬ এ তারেক রহমান, তিন আসনে খালেদা জিয়া; সিলেট বিভাগে শক্ত প্রার্থী তালিকা প্রকাশ বিয়ানীবাজারে মশার উপদ্রব বেড়েছে: ফগার মেশিনে ধোঁয়া ছিটানো এখন সময়ের দাবি শাপলা কলি প্রতীকে এনসিপির উত্থান: রাজনীতির মাঠে নতুন প্রতীকী লড়াই শুরু

কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ে বিদায়, স্মরণসভা ও অডিটোরিয়াম উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন

আব্দুস সামাদ অপু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

কুড়ারবাজার (বিয়ানীবাজার) থেকে আব্দুস সামাদ অপু:
কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ে এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিমের বিদায়, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত আব্দুল মতিনের স্মরণসভা এবং নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের প্রধান বক্তা দেশ এডিশন পত্রিকার সহ-সম্পাদক, শিক্ষাবিদ, কলামিস্ট ও সমাজচিন্তক আতাউর রহমান বলেন, “আজকের দিনটি এক অনন্য আবেগের দিন—প্রিয় শিক্ষক রেজাউল করিম স্যারের বিদায়, প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুল মতিন সাহেবের স্মরণ ও অডিটোরিয়াম উদ্বোধনের আনন্দ—এই তিন অনুভূতির সমন্বয় আজকের আয়োজনকে করেছে গভীর ও গৌরবময়।” তিনি জানান, “আমি নিজেকে এখানে অতিথি মনে করি না; আমি এই বিদ্যালয়েরই এক প্রাক্তন শিক্ষার্থী। এই মাঠ, শ্রেণিকক্ষ ও গাছপালা আমার শৈশব-কৈশোরের স্মৃতি বহন করে।”

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আজির উদ্দিন, প্রধান বক্তা দেশ এডিশন পত্রিকার সহ-সম্পাদক, শিক্ষাবিদ, কলামিস্ট ও সমাজচিন্তক আতাউর রহমান, বিশেষ অতিথি আলহাজ্ব বদরুজ্জামান বদর, সংবর্ধিত অতিথি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, তেরাদল কাকরদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, কুড়ারবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্নজিত রায়, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্নময় দাস, দুবাগ আইডিয়াল একাডেমির সহকারী প্রধান শিক্ষক আবু মুসা, উপজেলা স্কাউট সেক্রেটারি নজমুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী বজলুর রহমান, প্রবীণ মুরব্বি আতিকুর রহমান কয়েছ, সাবেক অভিভাবক সদস্য জুবের আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন, মরহুম এম এ মতিনের স্বজন আব্দুল হক, অভিভাবক সদস্য কাউসার আহমদ, সহকারী শিক্ষক ইমাম উদ্দিন এবং শিক্ষার্থী পুষ্পিতা তালুকদার উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ ফরহাদ আলম। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক ইমাম উদ্দিন।

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান বক্তা আতাউর রহমান বলেন, “আল্লাহ তায়ালা এই পৃথিবীতে কিছুই ‘ড্রেস’ ছাড়া পাঠাননি। ‘ড্রেস’ শুধু পোশাক নয়—এটি শৃঙ্খলা, প্রস্তুতি ও দায়িত্ববোধের প্রতীক।” তিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ‘DRESS’-এর (Diary, R: Revision, E: Exam, S: Summary, S: Solution.) প্রতীকী অর্থ তুলে ধরে বাস্তবে প্রয়োগের আহবান জানান।


অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম সম্পর্কে তিনি বলেন, “স্যারের কর্মজীবন কেবল একটি চাকরির ইতিহাস নয়, এটি এক আলোকিত যাত্রা। তাঁর নেতৃত্ব ও মানবিকতা বিদ্যালয়কে দিয়েছে মর্যাদা ও স্থিতি।”
প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মতিন সাহেব সম্পর্কে তিনি বলেন, “তিনি ছিলেন দূরদর্শী ও সমাজপ্রেমিক মানুষ, যাঁর ত্যাগ ও দানেই এই বিদ্যালয়ের ভিত্তি স্থাপিত হয়।”

দেশি-বিদেশি অনুদানদাতাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আতাউর রহমান বলেন, “বিদ্যালয়ের উন্নয়নে যাঁরা সহায়তা করেছেন, তাঁদের অবদান কেবল অর্থমূল্য নয়—এটি শিক্ষার প্রতি দায়বদ্ধতা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অঙ্গীকারের প্রতীক।”

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিমের শান্তিময় ভবিষ্যৎ কামনা এবং প্রয়াত আব্দুল মতিন সাহেবের আত্মার মাগফিরাত প্রার্থনা করে দোয়া পরিচালনা করেন মুফতি মুজাম্মিল হক।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট