
পঞ্চখণ্ড আই ডেস্ক:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রয়োজনে আমরা জোট করব।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিয়ানীবাজারে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সম্ভাবনাময় আসনগুলোতে দলীয় প্রার্থীরাই ট্রাক প্রতীকে নির্বাচন করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি দল নিজেদের প্রতীকে ভোট করবে—এ সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহবুব আহমদ। প্রধান বক্তা ছিলেন সিলেট-৬ আসনের প্রার্থী অ্যাড. জাহিদুর রহমান, যাঁর হাতে নুর প্রতীক তুলে দেন।
অ্যাড. জাহিদুর রহমান বলেন, “দুর্নীতি রোধ ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়তে চাই।”