1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
রোটারি ক্লাব বিয়ানীবাজারের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত: কাউন্সিলর কবির মাহমুদের উপস্থিতিতে তিনটি প্রজেক্ট বাস্তবায়ন রিকশাচালক রনির মায়ের ঘরে ফেরার গল্প: জুলাই অভ্যুত্থানের শহীদের পরিবারে নতুন আলো সিলেট চেম্বার নির্বাচন স্থগিত স্বপ্নপথের জয়যাত্রা: বিকেএসপি’র মঞ্চে সিলেটের গৌরব—সাকিব ও মাহিন আগামীকাল (২৭ অক্টোবর) এমপিও বিল দাখিলের শেষ দিন: অনলাইনে জমা দিতে হবে তথ্য ও বেতন বিল নামজারি লাগবে না: স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় দ্রুত ভূমি হস্তান্তর বিএনপিতে হঠাৎ কেন গুরুত্বপূর্ণ হুমায়ুন কবির? প্রধান শিক্ষক মঞ্জুরুল হকের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যবাধকতা : সাত দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ টিকিটের পেছনে টাকার খেলা: সিলেট স্টেশনে র‍্যাবের অভিযানে উন্মোচিত কালোবাজারি সিন্ডিকেট

রোটারি ক্লাব বিয়ানীবাজারের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত: কাউন্সিলর কবির মাহমুদের উপস্থিতিতে তিনটি প্রজেক্ট বাস্তবায়ন

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
রোটারি ক্লাব বিয়ানীবাজারের নিয়মিত সাপ্তাহিক সভা প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমদের সভাপতিত্বে রয়েল স্পাইসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ক্লেহল ওয়ার্ডের কাউন্সিলর কবির মাহমুদ। সভায় ক্লাবের আসন্ন ইনস্টলেশন প্রোগ্রাম সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি কাউন্সিলর কবির মাহমুদ রোটারি ক্লাব বিয়ানীবাজারের সমাজসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ক্লাবটির একজন সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাঁর উপস্থিতি ক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণার সঞ্চার করে।

উক্ত সভায় রোটারি ক্লাব বিয়ানীবাজারের পক্ষ থেকে তিনটি মানবিক প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। প্রজেক্ট নং ৪৬-এর আওতায় প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমদের ছোট ভাই যুক্তরাষ্ট্রপ্রবাসী হোসেন আহমদের পক্ষ থেকে রামধা মহিলা হাফিজিয়া মাদ্রাসার কাজের জন্য নগদ ৭০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়। প্রজেক্ট নং ৪৭-এর আওতায় প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমদের অর্থায়নে ছোটদেশ হাফিজিয়া মাদ্রাসার ছাত্রাবাসের জন্য নগদ ১৩,০০০ টাকা অনুদান দেওয়া হয়। প্রজেক্ট নং ৪৮-এর আওতায় প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমদের অর্থায়নে একজন দুস্থ রোগীর চিকিৎসার জন্য নগদ ১১,০০০ টাকা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান সালেহ আহমেদ, পিপি রোটারিয়ান মো. নজরুল ইসলাম, পিপি রোটারিয়ান এম.ডি. ইমরান হোসেন, পিপি রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম, পিপি রোটারিয়ান ডা. ইসহাক আজাদ, প্রেসিডেন্ট ইলেক্ট মো. আব্দুস শুকুর, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান দেলওয়ার হোসেন ও সাব্বির আহমেদ, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান আনোয়ার হোসেন খান, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর সুমন আহমেদ, চিফ সার্জেন্ট-অ্যাট-আর্মস আব্দুল হাদী, সদস্য আলাল উদ্দিন ও সোরওয়ার হোসেন প্রমুখ।

সভা শেষে ক্লাবের সদস্যরা ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও মানবকল্যাণমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট