
পঞ্চখণ্ড আই ডেস্ক:
রোটারি ক্লাব বিয়ানীবাজারের নিয়মিত সাপ্তাহিক সভা প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমদের সভাপতিত্বে রয়েল স্পাইসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ক্লেহল ওয়ার্ডের কাউন্সিলর কবির মাহমুদ। সভায় ক্লাবের আসন্ন ইনস্টলেশন প্রোগ্রাম সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি কাউন্সিলর কবির মাহমুদ রোটারি ক্লাব বিয়ানীবাজারের সমাজসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ক্লাবটির একজন সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাঁর উপস্থিতি ক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণার সঞ্চার করে।
উক্ত সভায় রোটারি ক্লাব বিয়ানীবাজারের পক্ষ থেকে তিনটি মানবিক প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। প্রজেক্ট নং ৪৬-এর আওতায় প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমদের ছোট ভাই যুক্তরাষ্ট্রপ্রবাসী হোসেন আহমদের পক্ষ থেকে রামধা মহিলা হাফিজিয়া মাদ্রাসার কাজের জন্য নগদ ৭০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়। প্রজেক্ট নং ৪৭-এর আওতায় প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমদের অর্থায়নে ছোটদেশ হাফিজিয়া মাদ্রাসার ছাত্রাবাসের জন্য নগদ ১৩,০০০ টাকা অনুদান দেওয়া হয়। প্রজেক্ট নং ৪৮-এর আওতায় প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমদের অর্থায়নে একজন দুস্থ রোগীর চিকিৎসার জন্য নগদ ১১,০০০ টাকা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান সালেহ আহমেদ, পিপি রোটারিয়ান মো. নজরুল ইসলাম, পিপি রোটারিয়ান এম.ডি. ইমরান হোসেন, পিপি রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম, পিপি রোটারিয়ান ডা. ইসহাক আজাদ, প্রেসিডেন্ট ইলেক্ট মো. আব্দুস শুকুর, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান দেলওয়ার হোসেন ও সাব্বির আহমেদ, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান আনোয়ার হোসেন খান, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর সুমন আহমেদ, চিফ সার্জেন্ট-অ্যাট-আর্মস আব্দুল হাদী, সদস্য আলাল উদ্দিন ও সোরওয়ার হোসেন প্রমুখ।
সভা শেষে ক্লাবের সদস্যরা ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও মানবকল্যাণমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন।