1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ: ২৩–২৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ৮ দলের পাঁচ দফা দাবি: শনিবার দেশব্যাপী বিক্ষোভ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের নির্বাচন স্থগিত: ঐক্যের আহ্বান চারখাই বায়তুল মুহতরম জামে মসজিদের নির্মাণ কাজে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত একক প্রার্থীর আসনে থাকবে বিকল্প ‘না’ ভোট: আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা নির্দেশনা জারি করল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা প্রকাশ করল এনটিআরসিএ দাসউরা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষকবান্ধব সিদ্ধান্তে স্বস্তি: বিয়ানীবাজারে বাশিস ও প্রতিষ্ঠান প্রধান পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ সিলেট-৬: বিএনপি শক্ত অবস্থানে — ভিডিও বার্তায় সাবেক নেতার ঐক্যের আহ্বানে প্রবাস থেকেও সমর্থন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ৮ দলের পাঁচ দফা দাবি: শনিবার দেশব্যাপী বিক্ষোভ

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক:
আগামীকাল ২৫ অক্টোবর (শনিবার) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবিতে সারাদেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। তিন দিনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আটটি রাজনৈতিক দল এ কর্মসূচি পালন করবে।

এর আগে গত ১৯ অক্টোবর (রবিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারী আটটি দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যে উক্ত আদেশের উপর গণভোট আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে (উচ্চ কক্ষে) পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে দলগুলো জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ও গণভোটের দাবিকে নতুন পঞ্চখণ্ডকরে সামনে আনার ঘোষণা দিয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট