1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিতে বিজয়: আন্দোলন স্থগিত, কাল থেকে শ্রেণি কার্যক্রম চলবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্ত: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিনিয়োগ শিক্ষা: বিএসইসির নতুন উদ্যোগ কানাডায় বিয়ানীবাজার সমিতির দোয়া অনুষ্ঠানে ‘স্বৈরাচার’ মন্তব্যে প্রবাসী সমাজে উত্তেজনা বিয়ানীবাজার সরকারি কলেজে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ : বিএনসিসি সদস্যদের হাতে-কলমে অনুশীলন সিলেটের প্রাথমিক শিক্ষা টালমাটাল : ১২ উপজেলায় ২০০’র বেশি শিক্ষক বিদেশে ও দেড় হাজার পদ শূন্য বিয়ানীবাজার ঐক্য ও মানবতার জনপদ: প্রতিবন্ধী আবিদের প্রতি নিষ্ঠুর আচরণ বিয়ানীবাজারবাসীকে লজ্জিত করেছে বিয়ানীবাজারে প্রতিবন্ধী মোটরবাইক চালকের ওপর শ্রমিকদের সংঘবদ্ধ হামলা: উত্তাল এলাকাবাসীর ১২ ঘণ্টার আলটিমেটাম বিয়ানীবাজারে বাশিস ও যৌথ কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খশির গ্রামে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু : গলায় ফাঁস দেয়া তরুণীর মরদেহ উদ্ধার

শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিতে বিজয়: আন্দোলন স্থগিত, কাল থেকে শ্রেণি কার্যক্রম চলবে

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :
২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে বিয়ানীবাজার উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দের আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

এ উপলক্ষে লিয়াজো কমিটির আহবায়ক মো. আব্দুল্লাহ হিল বাকী চৌধুরী, সংগ্রাম কমিটির আহবায়ক মো. বেলাল আহমদ এবং বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বিয়ানীবাজার শাখার কার্যকরী কমিটির সভাপতি মো. আব্দুদ দাইয়ান ও সচিব অসীম কান্তি তালুকদার বিয়ানীবাজারের সকল শিক্ষক-কর্মচারীকে সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

একই সঙ্গে জানানো হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হওয়ায় লিয়াজো কমিটি, সংগ্রাম কমিটি ও বাশিসের যৌথ সিদ্ধান্তক্রমে চলমান আন্দোলন স্থগিত করা হলো।

আগামীকাল থেকে শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে। শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের শিক্ষার ক্ষতি পূরণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

পৃথক অপর এক বিবৃতিতে বাংলাদেশ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বিয়ানীবাজার উপজেলা শাখার আহবায়ক শিক্ষাবিদ ও কলামিস্ট আতাউর রহমান বলেন—

“এই প্রজ্ঞাপন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিজয়। দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই এ সফলতা অর্জিত হয়েছে। আমরা বিশ্বাস করি, এই অর্জন ভবিষ্যতে শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।”

তিনি আরও বলেন,

“এখন আমাদের দায়িত্ব শিক্ষার্থীদের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া, তাদের শিক্ষার ক্ষতি পূরণে আন্তরিকভাবে কাজ করা এবং শিক্ষা আন্দোলনকে ইতিবাচক ধারা অব্যাহত রাখা।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট