পঞ্চখণ্ড আই ডেস্ক :
আজ রোববার (১৯ অক্টোবর) বিয়ানীবাজার বালিকা বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), লিয়াজো কমিটি ও সংগ্রাম কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় লিয়াজো কমিটির আহ্বায়ক ও বিয়ানীবাজার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. আব্দুল্লাহহিল বাকী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাশিস সভাপতি আব্দুদ দাইয়ান, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মালিক, সংগ্রাম কমিটির আহ্বায়ক বেলাল আহমদ, যুগ্ম আহ্বায়ক নজমুল ইসলাম, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের এবং বিয়ানীবাজার জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকন উদ্দিন প্রমুখ।
সভায় প্রথমেই আন্দোলনে নিহত ভোলা জেলার জনাব মাহবুব হোসেন স্যারের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শোক প্রস্তাব গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, প্রতি স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে ১ জন শিক্ষক/কর্মচারী পর্যায়ক্রমে ঢাকায় প্রেরণ করা হবে। এর ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে মোট ১৩ জন শিক্ষক ঢাকায় পাঠানো হচ্ছে। পরবর্তী ধাপে প্রেরণের জন্য শিক্ষকদের নামের তালিকা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের কাছে অনুরোধ জানানো হয়েছে, তারা যথাসময়ে তালিকা প্রেরণ করবেন।
ঢাকায় প্রেরণের জন্য আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্তও নেওয়া হয়। প্রতিটি এমপিওভুক্ত শিক্ষক ৩০০ টাকা এবং কর্মচারী ১৫০ টাকা প্রদান করা হবে। সম্মানিত প্রতিষ্ঠান প্রধানদের কাছে অনুরোধ করা হয়েছে, এমপিও শীটসহ আগামীকাল বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের নিকট অর্থ ও তালিকা প্রেরণ করবেন।
সভার সঞ্চালক ও বাশিস সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই সিদ্ধান্তগুলি যথাযথভাবে কার্যকর করার জন্য সকলকে উদাত্তভাবে আহ্বান জানিয়েছেন।