1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে বাশিস ও যৌথ কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খশির গ্রামে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু : গলায় ফাঁস দেয়া তরুণীর মরদেহ উদ্ধার মানবতার পাঁচ স্তম্ভ : যাদের ওপর ভর করে মানুষ হয় প্রকৃত মানব বিয়ানীবাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন বিয়ানীবাজার–গোলাপগঞ্জে এইচএসসি ফলাফল: উদ্বেগ ও প্রত্যাশার সংমিশ্রণ জুলাই সনদে স্বাক্ষর: ঐক্যের অঙ্গীকারে নতুন বাংলাদেশ গড়ার শপথ “তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণ”—গোলাপগঞ্জে ফয়সল আহমদ চৌধুরী বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে এইচএসসি ফলাফল বিপর্যয় : ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ও সম্ভাবনার বিশ্লেষণ আজ বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে এইচএসসির ফল: অনলাইনে ও এসএমএসে জানা যাবে ফলাফল শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের নিন্দা: ভাতা বৃদ্ধির দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি

বিয়ানীবাজারে বাশিস ও যৌথ কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

আজ রোববার (১৯ অক্টোবর) বিয়ানীবাজার বালিকা বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), লিয়াজো কমিটি ও সংগ্রাম কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় লিয়াজো কমিটির আহ্বায়ক ও বিয়ানীবাজার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. আব্দুল্লাহহিল বাকী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাশিস সভাপতি আব্দুদ দাইয়ান, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মালিক, সংগ্রাম কমিটির আহ্বায়ক বেলাল আহমদ, যুগ্ম আহ্বায়ক নজমুল ইসলাম, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের এবং বিয়ানীবাজার জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকন উদ্দিন প্রমুখ।

সভায় প্রথমেই আন্দোলনে নিহত ভোলা জেলার জনাব মাহবুব হোসেন স্যারের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শোক প্রস্তাব গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতি স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে ১ জন শিক্ষক/কর্মচারী পর্যায়ক্রমে ঢাকায় প্রেরণ করা হবে। এর ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে মোট ১৩ জন শিক্ষক ঢাকায় পাঠানো হচ্ছে। পরবর্তী ধাপে প্রেরণের জন্য শিক্ষকদের নামের তালিকা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের কাছে অনুরোধ জানানো হয়েছে, তারা যথাসময়ে তালিকা প্রেরণ করবেন।

ঢাকায় প্রেরণের জন্য আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্তও নেওয়া হয়। প্রতিটি এমপিওভুক্ত শিক্ষক ৩০০ টাকা এবং কর্মচারী ১৫০ টাকা প্রদান করা হবে। সম্মানিত প্রতিষ্ঠান প্রধানদের কাছে অনুরোধ করা হয়েছে, এমপিও শীটসহ আগামীকাল বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের নিকট অর্থ ও তালিকা প্রেরণ করবেন।

সভার সঞ্চালক ও বাশিস সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই সিদ্ধান্তগুলি যথাযথভাবে কার্যকর করার জন্য সকলকে উদাত্তভাবে আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট