1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের নিন্দা: ভাতা বৃদ্ধির দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি বিয়ানীবাজারে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের মানববন্ধন কাল বুধবার অধ্যাপক সাব্বীর আহমদ: একনিষ্ঠ শিক্ষাধর্ম ও বিয়ানীবাজার সরকারি কলেজের নব প্রত্যাশা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের ভাতা আবেদন শুরু বিয়ানীবাজারে বাশিসের জরুরি সভার সিদ্ধান্ত : পুলিশের নির্যাতনের প্রতিবাদে কাল থেকে কর্মবিরতি শুরু আজ বেলা ২টা ১৫ মিনিটে দাসউরা মাদ্রাসা মাঠে সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিনের জানাজা বিয়ানীবাজারে ৭ম মাসিক জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা: গল্প-কবিতার মেলবন্ধনে প্রাণবন্ত সন্ধ্যা দাসউরার সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন আর নেই ৩০ নভেম্বরের আগে শিক্ষাঙ্গনের ভোটযুদ্ধ : সিলেটের স্কুল-মাদ্রাসায় চলছে ম্যানেজিং কমিটি পুনর্গঠনের তোড়জোড় জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নিয়ে অনিশ্চয়তা: ২২ দলের ঐকমত্য বৈঠক শেষ

শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের নিন্দা: ভাতা বৃদ্ধির দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক :

এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক–কর্মচারীদের ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “শিক্ষক সমাজ জাতির বিবেক, অথচ আজ তারা অবহেলিত। আমাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।” তারা শিক্ষক–কর্মচারীদের উপর পুলিশের অন্যায় নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এতে বক্তৃতা প্রদান করেন—বিয়ানীবাজার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহহিল বাকী, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাসনাত, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মালিক, সংগ্রাম কমিটির আহবায়ক ও নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ, চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. হাকিম আহমদ, মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছালেক আহমদ, পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান মুক্তা, মোহাম্মদ আজিজুর রহমান, কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছিন আলী, উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসার শিক্ষক জসীম উদ্দিন, জামশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বেলাল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, আজকের মধ্যে ৩ দফা দাবি পূরণ না হলে পরবর্তীতে এক দফা জাতীয়করণের দাবিতে আন্দোলন যাত্রা করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক অসীম কান্তি তালুকদার।

বাশিস সভাপতি আব্দুদ দাইয়ান আন্দোলন প্রসঙ্গে বলেন—

“শিক্ষকরা এই জাতির মূলভিত্তি, তাঁদের ত্যাগ ও জ্ঞানের আলোয় সমাজ আলোকিত। অথচ আজ শিক্ষকদের উপর অন্যায়ভাবে পুলিশি নির্যাতন হয়েছে—এটি শুধু শিক্ষকদের নয়, গোটা জাতির মর্যাদার উপর আঘাত।

সরকার ঘোষিত ভাতা বৃদ্ধি অপর্যাপ্ত ও অবাস্তব। ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই—শিক্ষকের সম্মান রক্ষা মানে জাতির ভবিষ্যত রক্ষা। ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন না হলে আন্দোলনের কর্মসূচি আরও বেগবান হবে।”

এদিকে অপর এক বিবৃতিতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বিয়ানীবাজার শাখার সভাপতি মো. আতাউর রহমান বলেন—

“আজ যে পুলিশ শিক্ষকদের উপর লাঠি তোলে, সে-ই একসময় শিক্ষকদের হাতেই অক্ষরজ্ঞান শিখেছিল। শিক্ষকদের ত্যাগ ও জ্ঞানের আলোয় গড়ে উঠেছে তার জীবন। আজ সেই হাতেই অন্যায়ের লাঠি—এ এক ভয়ংকর আত্মবিস্মৃতি।

ইতিহাস সাক্ষী, অন্যায়ের বীজ কখনো বৃথা যায় না। শিক্ষকের সম্মানই রাষ্ট্রের সম্মান। আগামী প্রজন্ম এই অন্যায়ের জবাব দেবে—নৈতিকতা ও বিবেকের জোয়ারে।

মনে রাখতে হবে, শিক্ষককে পেটানো মানে নিজের সন্তানদের ভবিষ্যতকেই আহত করা।”

সভাপতি আতাউর রহমান আরও বলেন, শিক্ষকদের প্রতি অন্যায় আচরণ জাতির মূলভিত্তিকে আঘাত করে। তিনি শিক্ষক–কর্মচারীদের ন্যায্য ভাতা বৃদ্ধি ও মর্যাদা পুনরুদ্ধারে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট