✍️ নিজস্ব প্রতিবেদক, পঞ্চখণ্ড আই ডেস্ক:
ন্যায্য দাবি আদায় ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে মাঠে নামছেন শিক্ষক–কর্মচারীরা
বিয়ানীবাজারে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর ২০২৫) মানববন্ধন কর্মসূচি পালন করবেন। বাড়িভাতা ২০ শতাংশ, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে তারা এ কর্মসূচির আয়োজন করেছেন। একই সঙ্গে আন্দোলনরত এক শিক্ষকের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদও জানানো হবে মানববন্ধনে।
বিয়ানীবাজার উপজেলা বাশিস এর সভাপতি আব্দুদ দাইয়ান এর সভাপতিত্বে গঠিত সংগ্রাম কমিটি ও লিয়াঁজো কমিটির আয়োজনে সকাল ১১টায় বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক–কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের নেতৃত্বে অংশ নেবেন বলে জানা গেছে।
সংগ্রাম কমিটির আহবায়ক ও নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল আহমদ বলেন, “আমরা কোনো অবাস্তব দাবি করছি না। দীর্ঘদিন ধরে অবহেলিত শিক্ষক সমাজ আজ নিজেদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে শান্তিপূর্ণ আন্দোলনে রয়েছে। একজন শিক্ষক সমাজের আলোকদূত—তাঁর ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত থাকা শিক্ষাব্যবস্থার জন্যই ক্ষতিকর।”
তিনি আরও বলেন, “সম্প্রতি আন্দোলনরত এক সহকর্মীর ওপর পুলিশি নির্যাতন আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। সেই ঘটনার প্রতিবাদ জানাতে এবং ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই আমরা এ মানববন্ধনের আয়োজন করেছি।”
শিক্ষক নেতা উপজেলা বাশিস’র সচিব অসীম কান্তি তালুকদার মনে করেন, বাড়িভাতা, মেডিকেল ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধি শিক্ষকদের আর্থিক ও মানসিক স্বস্তি এনে দেবে, যা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আশা প্রকাশ করেছেন, সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা একযোগে অংশগ্রহণের মাধ্যমে মানববন্ধনকে সফল করে তুলবেন।
মানববন্ধন অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে সকাল ১১টায়। আয়োজক বিয়ানীবাজার উপজেলা সংগ্রাম কমিটি এবং আমন্ত্রণ জানিয়েছেন আহবায়ক মোহাম্মদ বেলাল আহমদ, প্রধান শিক্ষক, নালবহর উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার, সিলেট।