পঞ্চখণ্ড আই ডেস্ক :
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বৃত্তি, ভাতা, অনুদান ও উপবৃত্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সমাজসেবা অধিদপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, চলতি অর্থবছরে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত নতুন আবেদনকারীদের তথ্য G2P (Government to Person) পদ্ধতির মাধ্যমে সরাসরি প্রাপকের ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং একাউন্টে প্রদান করা হবে। এজন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৫ থেকে এবং শেষ তারিখ ০৬ নভেম্বর ২০২৫। আবেদন করা যাবে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট dss.bhata.gov.bd/online-application–এর মাধ্যমে।
আবেদনকারীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্রসহ Disability Information System (DIS)–এ নিবন্ধিত থাকতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব নম্বর এবং মোবাইল নম্বর সঠিকভাবে প্রদান করতে হবে। পূর্বে যাদের আবেদন অনুমোদিত হয়নি, তারাও নতুন করে আবেদন করতে পারবেন।
এছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা অফিসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে—প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করতে।
চিঠিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর নির্দেশনা অনুসারে আবেদন যাচাই, অনুমোদন ও প্রেরণের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে, যাতে কোনো প্রকৃত উপকারভোগী বাদ না পড়ে।
চিঠিতে স্বাক্ষর করেছেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মোঃ মোবারক হোসেন।