1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন নুর ইসলামিক কিন্ডার গার্ডেনে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আজ বিয়ানীবাজার মুক্ত দিবস নীরবতার শক্তি: আত্মশুদ্ধি ও সামাজিক শান্তির পথ কঠোর ভিসা নীতিতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো: বাংলাদেশ–পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি কার্যত বন্ধ বিয়ানীবাজার উপজেলা স্কাউট সভাপতি ইউএনও গোলাম মুস্তাফা মুন্নার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আসন্ন জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি বিয়ানীবাজারে ইউএনও’র বিদায় সংবর্ধনা—শিক্ষক সমাজের সম্মাননা ও শুভেচ্ছা বিয়ানীবাজারের নতুন ইউএনও হিসেবে উম্মে হাবিবা মজুমদার পদায়ন চারখাইবাসীর শোক: প্রখ্যাত হোমিও চিকিৎসক ডা. সরওয়ার আহমদ আর নেই টাকা ভিক্ষা করেও পাওয়া যায়, তবে সম্মান নয়

বিয়ানীবাজারে বাশিসের জরুরি সভার সিদ্ধান্ত : পুলিশের নির্যাতনের প্রতিবাদে কাল থেকে কর্মবিরতি শুরু

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক :

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বিয়ানীবাজার উপজেলা শাখার কার্যকরী কমিটির এক জরুরি সভা বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাশিস বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি আব্দুদ দাইয়ান, এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অসীম কান্তি তালুকদার।

পুলিশের হামলার নিন্দা ও কর্মবিরতির সিদ্ধান্ত

সভায় এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়া ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে প্রেস ক্লাবে অবস্থানরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এ সময় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) থেকে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আন্দোলন ত্বরান্বিত করতে সংগ্রাম কমিটি গঠন

আন্দোলন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল আহমদ। যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছয়ফুল ইসলাম, আব্দুর রউফ এবং নজমুল ইসলাম।
সদস্য হিসেবে রয়েছেন ছাব্বির আহমদ, গোলাম কিবরিয়া, মোহাম্মদ আব্দুল জলিল, আলমগীর হোসেন, বেলাল আহমদ (জমশেদ উচ্চ বিদ্যালয়), শহীদুল ইসলাম, সঞ্জয় কুমার সরকার (কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়), ফয়জুর রহমান ও এরশাদুল হক । সংগ্রাম কমিটির সদস্যরা প্রত্যেকটি বিদ্যালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা ও আন্দোলন মনিটরিংয়ের দায়িত্ব পালন করবেন।

কর্মবিরতির সময় শিক্ষকদের জন্য শর্ত
সভায় কর্মবিরতির জন্য কিছু শর্তও নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে— সকল শিক্ষক-শিক্ষিকাকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে; কর্মবিরতির সময় কোনো শিক্ষক বা শিক্ষিকা কোনো প্রকার ছুটিতে যেতে পারবেন না; এবং কর্মবিরতি চলাকালে অষ্টম ও দশম শ্রেণিসহ কোনো স্পেশাল ক্লাস নেওয়া যাবে না।

সভাপতির বক্তব্যে ঐক্য ও প্রতিবাদের ঘোষণা
আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশ শিক্ষক সমিতি(বশিস) সভাপতি আব্দুদ দাইয়ান বলেন,

“দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি জানিয়ে আসছি, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের কথা শোনেনি। এবার শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কিন্তু অন্যায়ের প্রতিবাদে আপসহীন।”

🔹 পরবর্তী কর্মসূচি ঘোষণা
সভা শেষে সিদ্ধান্ত হয় যে আগামীকাল (১৪ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে উপজেলা পর্যায়ের সকল প্রতিষ্ঠানপ্রধান ও কার্যকরী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট