
পঞ্চখণ্ড আই প্রতিবেদক
বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের দাসউরা (সারংবাড়ী) গ্রামের বাসিন্দা, তিলপারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দাসউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডির প্রাক্তন সভাপতি মোঃ এমাদ উদ্দিন আর নেই। তিনি মরহুম আব্দুল হাই এর সন্তান।
মোঃ এমাদ উদ্দিন আজ ১০ অক্টোবর ২০২৫ (শুক্রবার) রাত ৭টা ৩০ মিনিটে ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময় পরে জানানো হবে।
তিনি জীবদ্দশায় স্থানীয় রাজনীতি ও সমাজকল্যাণমূলক কাজে সক্রিয় ছিলেন। তিলপারা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এলাকাবাসীর ভালোবাসা অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দু’পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পঞ্চখণ্ড আই পরিবার মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন—আমিন।