1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজার মা ও শিশু জেনারেল হাসপাতালের সংবাদ সম্মেলন “অপপ্রচার নয়, সেবার মানোন্নয়নই আমাদের লক্ষ্য” — হাসপাতাল কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টার ইউএনজিএ সফর: গণতন্ত্র, মানবিক নেতৃত্ব ও বৈশ্বিক অংশীদারিত্বে বাংলাদেশের শক্ত বার্তা সিলেট নগরীর চৌকিদেখীতে অভিযান: বিয়ানীবাজারের ফয়ছল-সহ ছয় জুয়াড়ী আটক বিয়ানীবাজারে চিকিৎসক পরিষদের ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুল রোগীর সেবা দুর্গোৎসবে বিয়ানীবাজারে উৎসবের আমেজ: সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক শানেস্বর বাজার বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: উদারতার ইতিহাস ও জনস্বাস্থ্য ঝুঁকিতে চলছে চিকিৎসা কার্যক্রম বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন: চার দশকের ঐতিহ্যে নতুন নেতৃত্ব, সাংবাদিকতার কর্মশালা ৪ অক্টোবর শনিবার জেলা প্রশাসকের পরিদর্শন : বিয়ানীবাজারে জনবল সংকট কাটাতে পদক্ষেপের আশ্বাস সিলেট-৬ আসন: মনোনয়ন দৌড়ে সরগরম বিএনপি, প্রার্থী চূড়ান্তের অপেক্ষায় তৃণমূল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে নিয়োগ ও নির্দেশনা জারি

বিয়ানীবাজার মা ও শিশু জেনারেল হাসপাতালের সংবাদ সম্মেলন “অপপ্রচার নয়, সেবার মানোন্নয়নই আমাদের লক্ষ্য” — হাসপাতাল কর্তৃপক্ষ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার মা ও শিশু জেনারেল হাসপাতালের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে কর্তৃপক্ষ।
৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ এ প্রতিবাদ জানায়।

সংবাদ সম্মেলনে হাসপাতালের অন্যতম উদ্যোক্তা DMF নূর নবী রাজু বলেন—

“বিয়ানীবাজারে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ২০২৫ সালের ১১ মার্চ আমাদের মা ও শিশু জেনারেল হাসপাতাল যাত্রা শুরু করে। উদ্বোধনের পর থেকেই বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে আমরা সুনামের সঙ্গে সেবা দিয়ে যাচ্ছি। হাসপাতালটিতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন অপারেশন থিয়েটার, প্যাথলজি এবং অন্যান্য সুবিধা রয়েছে।”

তিনি আরও বলেন—

“চিকিৎসা সেবা একটি স্পর্শকাতর বিষয়। কোনো হাসপাতালই চাইবে না কোনো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হোক বা মৃত্যুবরণ করুক। কিছুদিন আগে আমাদের হাসপাতালে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে আমরা রোগীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। কিন্তু এ ঘটনার পর অনলাইন মিডিয়ায় চিকিৎসক ফোরামের পক্ষ থেকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করা হয়েছে, যা আমাদের প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলের জন্য অসম্মানজনক।”

তিনি প্রশ্ন তোলেন—

“দুই-একটি হাসপাতালের সেবার মান ভালো বলে অন্য প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা কি সমীচীন? আমরা উদ্বোধনের পর থেকে একাধিকবার বিয়ানীবাজার চিকিৎসক পরিষদকে আমাদের হাসপাতাল পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু তারা সাড়া দেননি। প্রবাসীদের বিনিয়োগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানকে নিয়ে নেতিবাচক মন্তব্যে বিনিয়োগকারীরাও কষ্ট পাচ্ছেন।”

ডাক্তারদের যোগ্যতা নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন—

“আমাদের এখানে সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ ডাক্তাররা সেবা দিয়ে যাচ্ছেন। যদি এরা ‘মলম বিক্রেতা’ হন, তবে শুধুমাত্র এমবিবিএস ডিগ্রি নিয়ে যারা চিকিৎসা দেন তারা কী বিক্রি করছেন—সেটাই জাতির কাছে প্রশ্ন।”

সংবাদ সম্মেলনে নূর নবী রাজু আরও পরিষ্কারভাবে জানান—

“আমি একজন DMF হলেও হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষজ্ঞ ডাক্তাররাই পুরো চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। রবীন্দ্রনাথের ভাষায় বলব, ‘দেখিনাই যাহা দুই নয়নে, বিশ্বাস করিনা গুরুর বচনে।’ তাই আপনারা দেখে যাচাই করুন, গুজবে কান দেবেন না।”

তিনি পরিশেষে বলেন—

“চিকিৎসা শুধু ডাক্তারদের দ্বারা হয় না, এটি একটি টিম ওয়ার্ক। সরকারি বা বেসরকারি—সব হাসপাতালের মূল উদ্দেশ্য মানুষের সেবা দেওয়া।”

সংবাদ সম্মেলনে বিয়ানীবাজার প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট