1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন নুর ইসলামিক কিন্ডার গার্ডেনে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আজ বিয়ানীবাজার মুক্ত দিবস নীরবতার শক্তি: আত্মশুদ্ধি ও সামাজিক শান্তির পথ কঠোর ভিসা নীতিতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো: বাংলাদেশ–পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি কার্যত বন্ধ বিয়ানীবাজার উপজেলা স্কাউট সভাপতি ইউএনও গোলাম মুস্তাফা মুন্নার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আসন্ন জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি বিয়ানীবাজারে ইউএনও’র বিদায় সংবর্ধনা—শিক্ষক সমাজের সম্মাননা ও শুভেচ্ছা বিয়ানীবাজারের নতুন ইউএনও হিসেবে উম্মে হাবিবা মজুমদার পদায়ন চারখাইবাসীর শোক: প্রখ্যাত হোমিও চিকিৎসক ডা. সরওয়ার আহমদ আর নেই টাকা ভিক্ষা করেও পাওয়া যায়, তবে সম্মান নয়

বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন: চার দশকের ঐতিহ্যে নতুন নেতৃত্ব, সাংবাদিকতার কর্মশালা ৪ অক্টোবর শনিবার

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

১৯৮২ সালে গণতন্ত্রপন্থী চিন্তাশীল সাংবাদিকদের নিরন্তর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত বিয়ানীবাজার প্রেসক্লাব আজ চার দশক পেরিয়ে এসে প্রগতিশীল ও ঐতিহাসিক প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থান গড়ে তুলেছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবাদপত্রের বিকাশ ও সমাজদর্শনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেই এর যাত্রা শুরু হয়েছিল। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষক ও কথাসাহিত্যিক আকাদ্দস সিরাজুল ইসলাম।

সেই ধারাবাহিকতায় কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার প্রত্যয়ে প্রেসক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের কয়েকজন সদস্য প্রবাস গমন করায় শূন্যপদ পূরণ এবং সামগ্রিক কর্মকাণ্ডে নতুন প্রাণ সঞ্চার করতেই এ উদ্যোগ নেওয়া হয়।

পুনর্গঠিত কার্যকরী কমিটিতে সভাপতি হয়েছেন সজীব ভট্রাচার্য (সময়ের আলো)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান শাহরিয়ার (দিবালোক) ও ফয়জুল হক শিমুল (সময়চিত্র)। সাধারণ সম্পাদক হয়েছেন মিলাদ মো. জয়নুল ইসলাম (আগামী প্রজন্ম)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন শাহীন আলম হৃদয় (নবদ্বীপ) ও মাছুম আহমদ (ক্রীড়ালোক)। কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ (সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালিক (ইত্তেফাক), ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু (ম্যাপ টিভি) এবং দপ্তর সম্পাদক সামিয়ান হাসান (আমাদের সময়) হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ জাফরী, আতাউর রহমান (দেশ এডিশন), মো. জহির উদ্দিন (দিনকাল), আবুল হাসান (যুগভেরী), জসীম উদ্দিন (বিজয়ের কণ্ঠ), এম এ ওমর (মুভি বাংলা), আমিনুল হক দিলু (শ্যামল সিলেট), শাকের আহমদ (এসআরআই টিভি) ও মিছবাহ উদ্দিন (রূপালী বাংলাদেশ)।

পাশাপাশি সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফারুক যোশী (যুক্তরাজ্য), মোস্তাফিজ শফি, আজিজুল পারভেজ, আলী আহমদ বেবুল (যুক্তরাজ্য), এম. হাসানুল হক উজ্জ্বল (যুক্তরাজ্য), এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), শরিফুল হক মনজু (যুক্তরাষ্ট্র), ফুজেল আহমদ (কানাডা), জাকির হোসেন (যুক্তরাষ্ট্র), ফয়সল মাহমুদ (যুক্তরাজ্য), সুফিয়ান আহমদ (ফ্রান্স) ও মনোয়ার হোসেন লিটন (যুক্তরাষ্ট্র)।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্গঠিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সাংবাদিক সমাজের অধিকার ও পেশাদারিত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, সংগঠনের সকল সহযোগী সদস্যকে পূর্ণাঙ্গ সদস্য পদ প্রদান করা হয়েছে।

এদিকে বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে আগামী ৪ অক্টোবর ২০২৫ শনিবার সকাল ১০টা থেকে পৌর শহরের রয়েল স্পাইসি রেস্টুরেন্টে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে আগ্রহীদের আগামী বৃহস্পতিবারের মধ্যে ক্লাব সেক্রেটারির নিকট নাম তালিকাভুক্তির জন্য আহবান জানানো হয়েছে।

কর্মশালায় উপস্থিত থাকবেন এটিএন বাংলার চিফ রিপোর্টার জনাব একরামুল হক সায়েম, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারি অধ্যাপক জনাব ফয়সল আহমদ এবং সিলেট জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট