
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন— পিআর ব্যবস্থার দাবি হঠকারিতা ছাড়া আর কিছু নয়; এটি মূলত নির্বাচন বানচালের ষড়যন্ত্র। দেশের মানুষ এমন বিভ্রান্তিমূলক দাবিকে কখনোই মেনে নেবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ নেতা বেছে নিতে ভোট দিতে চায়, কিন্তু একজনকে ভোট দিয়ে অন্যজনকে নেতা বানানোর যে পদ্ধতি— তা গণতান্ত্রিক নয়, জনগণও তা মানবে না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফার পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফয়সল চৌধুরী আরও বলেন—
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোতে আমূল পরিবর্তন এনে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করবে। এজন্য প্রতিটি ঘরে ঘরে এ বার্তা পৌঁছে দিতে হবে এবং রাত-দিন অক্লান্ত পরিশ্রম করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন— বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সহ সভাপতি আব্দুল মন্নান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।