পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড–২০২৪ অর্জন করেছে। তারা হলো— মো: সোহান আহমদ, ইয়ামিন আরাফাত শৈবাল, নাজাহাত সাবা, মোস্তফা আহমদ সাদ ও ফারহান আনজুম শাফিন।
প্রধান শিক্ষক ও কাব লিডার হাফছা বেগম বলেন, “এ নিয়ে আমাদের ঝুড়িতে মোট ২১টি শাপলা কাব অ্যাওয়ার্ড জমা হলো। শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায়ই এ সাফল্য সম্ভব হয়েছে।”
সহকারী শিক্ষক ও ইউনিট লিডার নীতি ভূষণ দাস জানান, শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়ের জন্য এক আনন্দঘন সংবাদ।
উল্লেখ্য, এ বছর বিয়ানীবাজারের ১১টি শাপলা কাব অ্যাওয়ার্ডের মধ্যে ৫টি অর্জন করেছে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়।