1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রয়াত খলিলুর রহমান চৌধুরীর স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল ডাকসু নির্বাচন: অভিযোগ-উত্তেজনার মাঝেই শিবির সমর্থিত জোটের নিরঙ্কুশ জয় ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা: উপাচার্যকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা ছাত্রদলের সিলেটে পাহাড় ও টিলা কাটায় কঠোর ব্যবস্থা: প্রকৃতি রক্ষায় প্রশাসনের নির্দেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এডহক ও নিয়োগ কমিটি গঠনের নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন: শিক্ষার্থীদের আস্থায় পরিবর্তনের সুর, কড়া নিরাপত্তায় ভোটগ্রহণের প্রস্তুতি উত্তর বিয়ানীবাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন রাজনীতির মাঠে শাইলক চরিত্র ও ঐক্যের পরীক্ষা ১২ রবিউল আউয়াল: শান্তির দূত প্রিয় নবীর জন্মদিনে অঙ্গীকার সিলেটের ডিসি সরোয়ারকে নিয়ে ড. আসিফ নজরুলের স্মৃতিচারণ

প্রয়াত খলিলুর রহমান চৌধুরীর স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজারের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, খ্যাতিমান শিল্পপতি ও শিক্ষানুরাগী প্রয়াত খলিলুর রহমান চৌধুরীর স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরশহরের খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের উদ্যোগে বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা প্রয়াত খলিলুর রহমান চৌধুরীর জীবন-কর্ম, শিক্ষার প্রসার, মানবিক গুণাবলী এবং সমসাময়িক শিক্ষা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না বলেন,

“কালের বিবর্তনে এসব শিক্ষানুরাগী ক্ষণজন্মা ব্যক্তিত্বরা হারিয়ে যাচ্ছেন। মানুষ এখন শিক্ষা নিয়ে মানবিক হচ্ছেনা। অথচ খলিলুর রহমান চৌধুরীরা বিদ্যা অর্জন করে বিদ্বান সমাজব্যবস্থার জন্য কাজ করে গেছেন।”

সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজনীতিক আবুল কাহের চৌধুরী শামীম বলেন,

“১৯৭৬ সালে দেশে প্রত্যাবর্তনের পর খলিলুর রহমান চৌধুরী অর্থনৈতিক বিপ্লব সূচনা করার পাশাপাশি শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রাখেন। তিনি রাজধানীতে দু’টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথেও সম্পৃক্ত ছিলেন। দেশপ্রেমিক এই শিক্ষার ফেরিওয়ালা সমাজকে আলোকিত করতে সর্বদা সচেষ্ট ছিলেন।”

সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক। আলোচনা সভা পরিচালনা করেন শিক্ষক ফয়জুল হক শিমাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, প্রয়াত খলিলুর রহমান চৌধুরীর ছেলে নসরত খলিল চৌধুরী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছরওয়ার হোসেন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকীম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ছয়ফুল হক ঝুনু, সাবেক সদস্য নাজিম উদ্দিন, হাবীবুর রহমান, বদরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক অমলেন্দু দে, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, সাংবাদিক আহমেদ ফয়সাল প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট