1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস: স্বাধীনতার উষালগ্নে জাতির মেধা নিধনের কালো অধ্যায় একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা করলেন সিইসি সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার—মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ বন্ধু কর্তৃক বন্ধু খুন: বিয়ানীবাজারে আইফোনের লোভে নির্মম হত্যাকাণ্ড আন নুর ইসলামিক কিন্ডার গার্ডেনে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আজ বিয়ানীবাজার মুক্ত দিবস নীরবতার শক্তি: আত্মশুদ্ধি ও সামাজিক শান্তির পথ কঠোর ভিসা নীতিতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো: বাংলাদেশ–পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি কার্যত বন্ধ বিয়ানীবাজার উপজেলা স্কাউট সভাপতি ইউএনও গোলাম মুস্তাফা মুন্নার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আসন্ন জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

প্রয়াত খলিলুর রহমান চৌধুরীর স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজারের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, খ্যাতিমান শিল্পপতি ও শিক্ষানুরাগী প্রয়াত খলিলুর রহমান চৌধুরীর স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরশহরের খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের উদ্যোগে বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা প্রয়াত খলিলুর রহমান চৌধুরীর জীবন-কর্ম, শিক্ষার প্রসার, মানবিক গুণাবলী এবং সমসাময়িক শিক্ষা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না বলেন,

“কালের বিবর্তনে এসব শিক্ষানুরাগী ক্ষণজন্মা ব্যক্তিত্বরা হারিয়ে যাচ্ছেন। মানুষ এখন শিক্ষা নিয়ে মানবিক হচ্ছেনা। অথচ খলিলুর রহমান চৌধুরীরা বিদ্যা অর্জন করে বিদ্বান সমাজব্যবস্থার জন্য কাজ করে গেছেন।”

সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজনীতিক আবুল কাহের চৌধুরী শামীম বলেন,

“১৯৭৬ সালে দেশে প্রত্যাবর্তনের পর খলিলুর রহমান চৌধুরী অর্থনৈতিক বিপ্লব সূচনা করার পাশাপাশি শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রাখেন। তিনি রাজধানীতে দু’টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথেও সম্পৃক্ত ছিলেন। দেশপ্রেমিক এই শিক্ষার ফেরিওয়ালা সমাজকে আলোকিত করতে সর্বদা সচেষ্ট ছিলেন।”

সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক। আলোচনা সভা পরিচালনা করেন শিক্ষক ফয়জুল হক শিমাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, প্রয়াত খলিলুর রহমান চৌধুরীর ছেলে নসরত খলিল চৌধুরী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছরওয়ার হোসেন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকীম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ছয়ফুল হক ঝুনু, সাবেক সদস্য নাজিম উদ্দিন, হাবীবুর রহমান, বদরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক অমলেন্দু দে, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, সাংবাদিক আহমেদ ফয়সাল প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট