পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেটের বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তী ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে হেতিমগঞ্জের কাছে সিলেট-বিয়ানীবাজার সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, তিনি গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের বাসা থেকে অটোরিকশায় সিলেট যাচ্ছিলেন। পথে ৩-৪ জন ছিনতাইকারী তার অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। বাধা দিলে তার শরীরের ছয় স্থানে ছুরিকাঘাত করা হয়।
বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিয়ানীবাজার ইউএনও গোলাম মুস্তাফা মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।