পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীম। তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট ও বিনা ভোটের এমপি নাহিদ বিয়ানীবাজার-গোলাপগঞ্জে কোন উন্নয়ন করতে পারেননি। হাসিনার পা টিপে রাতের ভোটে এমপি নির্বাচিত হয়ে জনগণের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। তার সময়ে লুটপাটই ছিল মূল কাজ।”
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়। কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বিএনপি নির্বাচনকালীন রোডম্যাপ চেয়েছিল এবং সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে, যা বিএনপি স্বাগত জানিয়েছে। তবে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে থাকবো। জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করাই হবে মূল লক্ষ্য।”
শামীম স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “তারা বেহেশতের কথা বলে ধর্মপ্রাণ মানুষকে বোকা বানাতে চায়। তারা নির্বাচন চায় না, পিআর চায়। বিএনপি এসব পিআর-টিআর চায় না।”
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী চৌধুরী শাহীনুর ও নজরুল ইসলাম খান, সিলেট জেলা বিএনপি নেতা অহিদ আহমদ তালুকদার, সহ-সভাপতি দেলোওয়ার হোসেন মুক্তা, আতাউর রহমান, হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, সাইফুর রহমান, নুরুল কিবরিয়া প্রমুখ।