পঞ্চখণ্ড আই ডেস্ক | ৫ আগস্ট ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, নির্বাচন যেন রমজানের আগেই হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে।
তিনি বলেন, “এই নির্বাচন হবে সবার অংশগ্রহণে উৎসবমুখর। এবার প্রবাসী ও নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আমরা চাই, সবাই পরিবার নিয়ে ভোটকেন্দ্রে যান— যেন এটা হয় ঈদের মতো একটি দিন।”
১৫ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়া নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “এটা আমাদের বকেয়া আনন্দের নির্বাচন। এবার কেউ বাদ যাবে না। সবাই নিরাপদে ভোট দেবেন।”
ভোটের তারিখ ফেব্রুয়ারির ১০ থেকে ১৫ তারিখের মধ্যে নির্ধারিত হবে বলে জানান তিনি।
শেষে তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়ার পথে এটাই প্রথম বড় পরীক্ষা হিসেবে অভিহিত করেন।