1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অর্থখাতে রূপান্তর: দূর্বল পাঁচ ব্যাংক মিলে হচ্ছে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ সিলেটে অবৈধ সিএনজি অপসারণে আল্টিমেটাম : ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজছাত্রী ফরিদা তরুণদের মেধা-শক্তি দিয়ে দেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ : খাজাঞ্চিবাড়ি স্কুলের দুই শিক্ষক বরখাস্তের ঘটনায় আদালতের নির্দেশ ছাত্র সংসদ নির্বাচন : বিয়ানীবাজার সরকারি কলেজে সময়ের দাবি ইতিবাচক চিন্তা : জাতির ভবিষ্যতের আলোকবর্তিকা নেপাল ও বাংলাদেশের সরকার পতনে মিল-অমিল ৩৩ বছর পর জাকসু নির্বাচন: ভিপি জিতু, জিএস মাজহারুল ও এজিএস ফেরদৌস বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতায় গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

বিয়ানীবাজার পৌর শহর হকারমুক্ত: স্বস্তিতে পথচারী জনসাধারণ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

“ফুটপাত ফিরেছে পথচারীর দখলে”

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার পৌরশহরের প্রধান সড়কের দু’পাশ দীর্ঘদিন ধরে ছিল হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে। ফুটপাতগুলোতে ছিল নানা পণ্যের পসরা; ফলে পথচারীদের চলাচলে ছিল চরম ভোগান্তি। নিত্যদিন পণ্য বেচাকেনার কারণে ফুটপাতে ভিড় লেগেই থাকত, যা যানজটকে করে তুলত নিত্যদিনের যন্ত্রণা।

তবে সেই চিরচেনা শহরের চিত্র বদলে গেছে ১ আগস্টের ভোর থেকে। প্রশাসনের নির্দেশে অবৈধ দখলদাররা নিজ উদ্যোগে ফুটপাত ছেড়ে দেওয়ায় নতুনভাবে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সকাল থেকেই হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পসরা গুটিয়ে নেন, আর শুক্রবার দুপুর ২টার পর শুরু হয় বিয়ানীবাজার উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান।

বিকেল ৬টা পর্যন্ত টানা অভিযানে রাস্তার পাশে থাকা দোকানগুলোর বর্ধিত অংশ অপসারণ করা হয়। পৌর শহরে পরিচ্ছন্নতা ও চলাচলের স্বস্তি ফিরিয়ে আনতে এই উদ্যোগকে স্থানীয়রা বলছেন ‘যুগান্তকারী পদক্ষেপ’। বৃষ্টির মাঝেও অব্যাহত থাকা এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গোলাম মোস্তাফা মুন্না। তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনী, থানা পুলিশ ও অন্যান্য সহকারী কর্মকর্তারা।

অভিযানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান। তিনি জানান, “ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের টহল আরও জোরদার করা হবে। জনসাধারণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকবো।”

এদিকে, ফতেহপুর এলাকার বাসিন্দা হাবীবুর রহমান বলেন, “ফুটপাত হকারমুক্ত থাকায় ভোগান্তি ও যানজট অনেকটা কমে গেছে। শহর এখন অনেক স্বস্তিদায়ক।”

বিয়ানীবাজার সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়া উদ্দিন জানান, “আমরা আগেই প্রস্তুতি নিয়েছিলাম। প্রশাসনের নির্দেশে আমরা ফুটপাত ছেড়ে দিয়েছি।”

দীর্ঘদিন ধরে থানা মোড় থেকে দক্ষিণবাজার কালভার্ট পর্যন্ত রাস্তার দু’পাশে অবৈধভাবে দোকান বসিয়ে রাখা হতো। কেউ নিজের দোকানের সামনে অন্যকে ভাড়া দিত, কেউ আবার রাস্তা দখল করে পণ্য বিক্রি করত।

এই প্রেক্ষাপটে ফুটপাত দখলমুক্ত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নেতারা।

নেতৃবৃন্দ বলেন, “ফুটপাত ফাঁকা হওয়ায় সাধারণ মানুষ স্বস্তিতে আছে। এতে ব্যবসায়ীরাও খুশি। আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক।”

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিয়ানীবাজার শাখার সভাপতি এডভোকেট মো: আমান উদ্দিন বলেন, “এটা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই ধারা ধরে রাখতে রাজনৈতিক সদিচ্ছা ও পুলিশের ভূমিকা আরও জোরালো হওয়া দরকার।”

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গোলাম মোস্তাফা মুন্না বলেন,

“ফুটপাত পথচারীর, এটি সকলকে মানতে হবে। ফুটপাতের জায়গায় কেউ যেন অবৈধভাবে দোকান না বসায়, সে বিষয়ে পৌরবাসীকে সচেতন থাকতে হবে।”

শহরের এমন চেহারা দেখে অনেকে বলছেন, এই অভিযান শুধু প্রশাসনিক নয়, নাগরিক সচেতনতারও বড় উদাহরণ হয়ে থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট