পঞ্চখণ্ড আই ডেস্ক
‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বুধবার (১৬ জুলাই) আবারও হামলা চালিয়েছে ছাত্রলীগ। দুপুরে গোপালগঞ্জ সার্কিট হাউস এলাকায় এই হামলা হয়। এর আগে সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ও মঞ্চ ভাঙচুরের ঘটনাও ঘটে।
সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় এপিসি মোতায়েন করেছে। আটক হয়েছে সাতজন।
এ পরিস্থিতিতে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, “আমরা যদি বেঁচে ফিরি, মুজিববাদের কবর রচনা করেই ফিরব। না হলে ফিরব না। সারা দেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন।”