1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
নিষেধাজ্ঞার বলয় পেরিয়ে সিলেটের ছয় আসনের পাঁচটিতে জাতীয় পার্টির প্রার্থী, বদলাচ্ছে ভোটের সমীকরণ ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: সবাইকে নিয়ে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের সিলেট-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুন নূর প্রাথমিকের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি সমাজসেবী শামীমা মোস্তফাকে সম্মান জানাল US-Bangla Global Association সিলেট-৬ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত তরুণ নেতা হাফিজ ফখরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হলে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ বাংলাদেশ হাইকমিশনের দিল্লিতে সাময়িক কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ লোকসংগীতের নিরব সাধক: শিল্পী এস এম মানিক শব্দের ভেতর আমি : আত্মঅনুসন্ধান, সমাজভাবনা ও মানবিক উচ্চারণ হাফিজ আব্দুল মতিন (র.)’র ৫ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল | সিলেটের মাহিউদ্দিন সেলিম তৃতীয়বার সদস্য নির্বাচিত

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড প্রতিবেদক : পুনরায় তৃতীয় বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সিলেটের ক্রীড়া সংগঠক মাহিউদ্দিন সেলিম। গতকাল শনিবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এতে মাহি উদ্দিন সেলিমকে নির্বাচিত ঘোষণা করা হয়। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিম এরআগেও দুই বার এই পদে ছিলেন।

বাফুফে নির্বাচনে সদস্য পদে জয়ী ও তাদের ভোট সংখ্যা যথাক্রমে: ইকবাল হোসেন (৯৮), আমিরুল ইসলাম বাবু (৯৬), গোলাম গাউস (৯২), মাহিউদ্দিন সেলিম (৮৮), টিপু সুলতান (৮৭), মঞ্জুরুল করিম (৮৬), জাকির হোসেন চৌধুরী (৮২), মাহফুজা আক্তার কিরণ (৮১), কামরুল হাসান হিল্টন (৮০), সত্যজিত দাশ রুপু (৭৬), ইমতিয়াজ হামিদ সবুজ (৭২), ছাইদ হাসান কানন (৬৭), সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন (৬৬), বিজন বড়ুয়া (৬২)।

মাহি উদ্দিন সেলিম একজন সাদা মনের মানুষ। তিনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির সদস্য, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এদিকে ভূমিধস বিজয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। এই নির্বাচনে সভাপতি পদে মোট ভোট পড়েছে ১২৮টি। এর মধ্যে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তাঁর বিপক্ষে সভাপতি পদে নির্বাচন করা একমাত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র ৫ ভোট। সকাল ১০টায় শুরু কংগ্রেস শেষে নির্বাচন শুরু হয় দুপুর ২টায়, সন্ধ্যা ৬টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ।

টানা ১৬ বছর বাফুফের সভাপতি ছিলেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার সালাহউদ্দিন। কিন্তু এবার তিনি নির্বাচনেই দাঁড়াননি। ফলে এবারের নির্বাচনের সবার দৃষ্টি ছিল সভাপতি পদের দিকেই। লড়াইয়ে ছিলেন তাবিথ আউয়াল ও মিজানুর রহমান চৌধুরী। তাবিথ সাবেক ফুটবলার, তিনি সালাহউদ্দিনের সময় একাধিকবার বাফুফের সহসভাপতি ছিলেন। মিজানুর রহমান দিনাজপুর জেলার ফুটবল সংগঠক। সভাপতি পদে তাঁর নির্বাচন করাটাই ছিল চমক। এই পদের জন্য আরও দুজন মনোনয়নপত্র জমা দিলেও পরে তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

নির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ২০টির বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ৪৬ জন প্রার্থী। সভাপতি পদের ২ জন ছাড়াও ৪ সহসভাপতি পদে ৬ জন ও ১৫টি সদস্য পদে নির্বাচন করেছেন ৩৭ জন। আলোচিত সংগঠক তরফদার রুহুল আমিন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সিনিয়র সহসভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ইমরুল হাসান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট