1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস আজ শহীদ বুদ্ধিজীবী দিবস: স্বাধীনতার উষালগ্নে জাতির মেধা নিধনের কালো অধ্যায় একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা করলেন সিইসি সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার—মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ বন্ধু কর্তৃক বন্ধু খুন: বিয়ানীবাজারে আইফোনের লোভে নির্মম হত্যাকাণ্ড আন নুর ইসলামিক কিন্ডার গার্ডেনে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আজ বিয়ানীবাজার মুক্ত দিবস নীরবতার শক্তি: আত্মশুদ্ধি ও সামাজিক শান্তির পথ কঠোর ভিসা নীতিতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো: বাংলাদেশ–পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি কার্যত বন্ধ বিয়ানীবাজার উপজেলা স্কাউট সভাপতি ইউএনও গোলাম মুস্তাফা মুন্নার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষাস্তর জাতীকরণের লক্ষ্যে বিয়ানীবাজারে সভা

প্রেসবিজ্ঞপ্তি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে

প্রেসবিজ্ঞপ্তি: মাধ্যমিক স্তরের শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতি ও প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে গত ৬ মে ২০২৪ ইং এক সভা অনুষ্ঠিত হয়।

বিয়ানীবাজার মাধ্যমিক শিক্ষক সমিতির অস্থায়ী কার্য্যালয়ে ( বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়) সমিতির সভাপতি ও জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান’র সভাপতিত্বে ও সচিব অসীম কান্তি তালুকদার ও অতিরিক্ত সচিব ললিত মোহন বিশ্বাস এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বিয়ানীবাজার উপজেলা শাখার আহবায়ক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান, মাথিউরা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল আলিম, বিয়ানীবাজার মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি আবু তাহের (আব্দুল্লাহপুর পাতন উচ্চ বিদ্যালয়) ও মো: বেলাল আহমদ (নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক), মাথিউরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নঈম উদ্দিন, দাসউরা সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কামাল আহমদ, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুছব্বির আলী, সমিতির প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান মুক্তা, কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুর রহমান, দুবাগ আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু মুছা, কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান, সমিতির সদস্য ইয়াসিন আলী-সহ প্রতি বিদ্যালয়ের স্কাউট ইউনিটের শিক্ষকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় সদ্য নিয়োগপ্রাপ্ত গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ও মুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তী-কে সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং তাঁদেরকে বিদ্যালয় পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

সভায় স্কাউটের স্বেচ্ছাচারিতা প্রসঙ্গে ব্যাপক আলোচনা শেষে মাধ্যমিক স্তরে ঐক্যবদ্ধ ও সম্মানজনক অবস্থান বজায় রাখার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা থেকে মাধ্যমিক স্তরের শিক্ষকদের চাকুরী জাতীয়করণসহ মাধ্যমিক শিক্ষায় বিরাজমান সকল বৈষম্য দূরীকরণে সরকারের সানুদৃষ্টি কামনা করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট