1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভিপি নূরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল গুরুতর আহত নুরুল হক নুর, ঢামেকে ভর্তি জুলাই গণ–অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি নিয়ে ড. কামাল হোসেনের সতর্কবার্তা — “অশুভ শক্তিকে দমন না করলে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে”। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য পাওনা দ্রুত নিশ্চিতকরণের পদক্ষেপ জরুরি বাগবাড়ী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা : সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক আঞ্জুমানে হেফাজতে ইসলামের বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠিত চারখাই ইউনিয়নের মেঘার খালের উপর ব্রীজ নির্মাণের দাবি—উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা সিলেটে বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্নের দাবিতে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির স্মারকলিপি

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে | আওয়ামী লীগের ভোট ব্যাংকে বিভক্তি

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক:
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে গত ২ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে আগামী ১৩ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২৯ মে হবে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন। মনোনয়ন জমাকারী প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

বিয়ানীবাজার উপজেলা জুড়ে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চলছে নির্বাচনী হওয়া। দলীয় প্রতীক না থাকায় এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক হেভি ওয়েট প্রার্থী মাঠ চষে বেড়ালেও দলের মধ্যে শুরু হয়েছে গ্রুপিং, দ্বিধা, বিভক্তি। অন্যদিকে জামায়াত ও বিএনপি দলীয় হেভী ওয়েট প্রার্থী সিডিউল ঘোষণাপূর্ব ফুরফুরে মেজাজে মাঠের প্রচার প্রচারণার কাজে থাকলেও কেন্দ্রীয় নির্দেশনা না থাকায় তাদের কোন প্রার্থী এখন আর মাঠে দেখা যাচ্ছে না। এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, খেলাফত মজলিস-সহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করতে দেখা যায়নি।

২০১৮ সালে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব এর নিকট বিপুল ভোটে পরাজিত হন।

এবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লব তার নিজের অবস্থান ধরে রাখার জন্য নির্বাচনী মাঠে রাতদিন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ভিপি জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের আরেক সদস্য সাবেক ছাত্রলীগনেতা আব্দুল বারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন(চলতি ভাইস চেয়ারম্যান), বিয়ানীবাজার সরকারি কলেজের খণ্ডকালীন প্রভাষক জহির উদ্দিন, লাউতার সাবেক ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন ও যুক্তরাজ্য প্রবাসী মো: জাকির হোসেন সুমন।

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দলীয় সংসদ সদস্যরা কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা সমাবেশে এবং প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়াও জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতারা কোন প্রার্থীর পক্ষ নিয়ে প্রচার প্রচারণা ছাড়াও কোন সমাবেশে অংশগ্রহণ ও বক্তব্য দিতে পারবেনা।

রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় কোন্দলে যোগ্য প্রার্থী ভোট যুদ্ধে জয়লাভ করা কষ্টসাধ্য হয়ে পড়বে। আগামী ২৯ মে বিয়ানীবাজার উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণে আগাম প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলার বিভিন্ন হাট-বাজার গ্রাম-গঞ্জে মহল্লায় প্রার্থীদের নিয়ে নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রায় ডজন খানেক প্রার্থী মাঠ চোষে বেড়াচ্ছেন।

প্রার্থী তালিকায় বিয়ানীবাজার উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আফজাল হোসেন পলাশ, আব্দুল আলীম, সায়দুল ইসলাম, আশরাফুল হক রুনু, মো: খালেদুর রহমান, লায়ন সুহেল আহমদ রাশেদ, সাবেক ফুটবলার জামাল আহমদ, মো: জসিম উদ্দিন, উলামা মাশায়েখ মনোনিত মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন জেসমিন নাহার, হাসিনা আক্তার, রোমানা আফরোজ ও জাহানারা বেগম।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট