1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনলাইন প্রতারণা ও হয়রানির ঘটনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমানের বিবৃতি অপবাদে অপমান, তারপর প্রতিবাদ—বিয়ানীবাজারে প্রবাসী ইস্যুতে তোলপাড় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের বার্তা নুরের প্রাইভেট পড়া: শিক্ষার উদ্দেশ্য না কি বিভ্রান্তির ফাঁদ? রোটারি ক্লাব বিয়ানীবাজারের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত: কাউন্সিলর কবির মাহমুদের উপস্থিতিতে তিনটি প্রজেক্ট বাস্তবায়ন রিকশাচালক রনির মায়ের ঘরে ফেরার গল্প: জুলাই অভ্যুত্থানের শহীদের পরিবারে নতুন আলো সিলেট চেম্বার নির্বাচন স্থগিত স্বপ্নপথের জয়যাত্রা: বিকেএসপি’র মঞ্চে সিলেটের গৌরব—সাকিব ও মাহিন আগামীকাল (২৭ অক্টোবর) এমপিও বিল দাখিলের শেষ দিন: অনলাইনে জমা দিতে হবে তথ্য ও বেতন বিল নামজারি লাগবে না: স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় দ্রুত ভূমি হস্তান্তর

অনলাইন প্রতারণা ও হয়রানির ঘটনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমানের বিবৃতি

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
সম্প্রতি অনলাইন প্রতারণা ও ফোন হয়রানির একাধিক ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশ এডিশন অনলাইন পত্রিকার সহ-সম্পাদক, পঞ্চখণ্ড আই.কম পোর্টালের সম্পাদক, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, কলামিস্ট ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান। তিনি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে একের পর এক ফোন আসছে বিভিন্ন অপরিচিত নাম্বার ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ফোনকারীরা দাবি করছে—তিনি নাকি অনলাইনে বিভিন্ন পণ্য অর্ডার করেছেন। অথচ তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি কোনো অনলাইন প্ল্যাটফর্মে কোনো পণ্য অর্ডার করেননি।

৩০ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল থেকে আতাউর রহমান একাধিক সন্দেহজনক ও হয়রানিমূলক ফোনকল পেয়েছেন। এসব কল এসেছে 01343-150096, 09642-922922, 09647-021412, 09613-656465, 09647-975724, 09647-001065, Merchant Zaman, Powdar, Lemon Juice, Hotline Smart Panjabi, Style Loop, Urbanland, Fimon, Ajhari Shop, Tin.Fol.Daiebete, Halal Food, Foodexcart, Air Massin, Manshil, Shutki.com.bd, Effort Insaf, Aktarujjan, Honey, Natore, Jahid Dewan ও Montu Bai নাম্বারসহ আরও কয়েকটি উৎস থেকে। রাত ৭টা ২০ মিনিট পর্যন্ত মোট ৪১ বার ফোন করা হয়। এর বেশ কয়েকটি কল “SPAM” বা “MAYBE SPAM” হিসেবে চিহ্নিত হয়েছে।

তিনি অভিযোগ করেছেন, উল্লিখিত নাম্বারগুলোর কয়েকটি—বিশেষ করে 09642-922922, 01343-150096 এবং 09613-656465—থেকে শুধু প্রতারণামূলক কথাবার্তাই নয়, অশ্লীল ভাষা ও অনৈতিক আচরণেরও আশ্রয় নেওয়া হয়েছে। যা একজন নাগরিক ও শিক্ষাবিদের ব্যক্তিগত মর্যাদায় স্পষ্ট আঘাত।

এই বিষয়ে আতাউর রহমান বলেন, “আমি কোনো অনলাইন অর্ডার করিনি। অথচ আমার নাম ব্যবহার করে প্রতারণা ও অশ্লীল আচরণ করা হচ্ছে। এটি কেবল হয়রানি নয়, বরং মানসিক নির্যাতন। বিষয়টি আমি গভীর উদ্বেগের সঙ্গে দেখছি।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন—এই নাম্বারগুলোর উৎস ও ব্যবহারকারীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে। পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অনলাইনে প্রতারণা, হুমকি বা অশ্লীল হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আতাউর রহমান সাধারণ নাগরিকদের প্রতিও সতর্কবার্তা দিয়ে বলেছেন, অপরিচিত নাম্বার থেকে আসা ফোন কলে কখনোই ব্যক্তিগত বা আর্থিক তথ্য প্রদান করা উচিত নয়। প্রয়োজনে এসব নাম্বার “Spam Report” বা “Block” করে প্রতারণা প্রতিরোধে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট