-Π আতাউর রহমান
আমার বাল্যবন্ধু, মানুষ গড়ার কারিগর মো. বিলাল উদ্দিন তাঁর ফেসবুক টাইমলাইনে সম্প্রতি “এ কোন বাংলাদেশ!” শিরোনামে একটি কবিতা প্রকাশ করেছেন। কবিতাটি মনোযোগ সহকারে পড়ার পর এর ভাবার্থ বর্তমান বাস্তবতার সঙ্গে এমনভাবে মিলে যায় যে, তা নিয়ে ভাবতে গিয়ে এই সংক্ষিপ্ত আলোচনার অবতারণা মাত্র।

কবিতায় ব্যবহৃত ‘হায়েনার কারাগার’ উপমাটি আজকের রাষ্ট্রীয় বাস্তবতার এক প্রতীকী চিত্র। ক্ষমতার চালকের আসনে বসে থাকা চরিত্ররা দায়িত্বশীল শাসনের বদলে অনাচার ও দম্ভে অভ্যস্ত হয়ে উঠেছে। লাগামহীন বক্তব্য, হিংসা ও বিভেদের বিষবাষ্প সমাজ ও রাজনীতির পরিসরকে ক্রমেই বিষাক্ত করে তুলছে।
এই বাস্তবতায় সাধারণ নাগরিক সবচেয়ে অসহায়। মিথ্যে মামলায় জড়িয়ে, জামিনহীন অবস্থায়, পরিবার থেকে বিচ্ছিন্ন মানুষ আজ বাকস্বাধীনতা ও মানবাধিকার হারিয়ে এক নীরব বন্দিত্বে দিন কাটাচ্ছে। আইন ও বিচার এখানে ন্যায়বোধের প্রতীক না হয়ে উঠেছে ক্ষমতার সুবিধাজনক হাতিয়ার।
শান্তি ও উন্নয়নের বুলি উচ্চারিত হলেও বাস্তবে ভূলুণ্ঠিত হচ্ছে মানবতা ও সম্প্রীতি। সংস্কারের নামে ছড়ানো মিথ্যেবাণী জাতিকে বিভ্রান্ত করছে, আর নির্বাচন নামক গণতান্ত্রিক প্রক্রিয়াটি ক্রমশ প্রহসনের রূপ নিচ্ছে। যখন রেফারি পক্ষীয় হয়ে ওঠে, তখন নিরপেক্ষতার অর্থও বদলে যায়।
এই লেখা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয়; এটি একটি সময়ের ভাষ্য। প্রশ্ন একটাই—বাংলাদেশ কি বিভেদের আড়ালে হারিয়ে যাবে, নাকি প্রতিক্রিয়াশীল বেড়াজাল ছিন্ন করে আবারও ন্যায়, মানবতা ও সত্যের পথে ফিরে দাঁড়াবে?
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯