সিলেট প্রতিনিধি :
দীর্ঘ ২২ বছর পর পুণ্যভূমি সিলেটে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান। সেখানে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে বিএনপি। উল্লেখ্য, ২০০২ সালে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে সর্বশেষ সিলেট সফর করেছিলেন তারেক রহমান।
তার আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর একটি হোটেলে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর সকাল সাড়ে ১১টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। এই জনসভার মাধ্যমেই দেশব্যাপী বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।
জনসভা শেষে একই দিন দুপুর ১টায় মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠ এবং দুপুর আড়াইটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পর্যায়ক্রমে তিনি ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট-১ আসন দীর্ঘদিন ধরে ‘ক্ষমতার মর্যাদার আসন’ হিসেবে বিবেচিত। স্বাধীনতার পর থেকে প্রায় সব বড় রাজনৈতিক দল এই পিলগ্রিম শহর থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করে আসছে। এ প্রেক্ষাপটে দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সিলেট সফর দেশের রাজনীতিতে নতুন বার্তা বহন করছে।
তার আগমনকে ঘিরে মাজার এলাকা ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯