পঞ্চখণ্ড আই ডেস্ক রিপোর্ট:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে উন্নয়নের নামে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, একটি চক্র নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করছে, আর নির্বাচনের পর কীভাবে ঠকাবে—তা জনগণকে বুঝতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “বেহেস্তের মালিক আল্লাহ, দোজখের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। চন্দ্র-সূর্য, নভোমণ্ডল ও ভূমণ্ডলের মালিকও আল্লাহ। সুতরাং এইসবের মালিকানা মানুষের নয়।” তিনি বলেন, যারা ক্ষমতার নামে মানুষকে বিভ্রান্ত করছে, তারা প্রকৃত সত্য আড়াল করছে।
তিনি আরও বলেন, দেশে ও বিদেশে বসে একটি চক্র এখনও ষড়যন্ত্রে লিপ্ত। তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। অতীতের মতো ভবিষ্যতেও জনগণ ঐক্যের শক্তিতে ষড়যন্ত্রকারীদের রুখে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “সবাই মিলে গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ। আমরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।” বক্তব্যের শেষাংশে তিনি “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগানের মাধ্যমে জনসভা শেষ করেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। মঞ্চে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান জনসভাস্থলের মঞ্চে ওঠেন। বেলা পৌনে ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ের অনেক আগেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও অবস্থান নেন নেতাকর্মী ও সমর্থকরা।
উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পুণ্যভূমি সিলেটে আগমন করেন। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দলীয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি। সর্বশেষ ২০০২ সালে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট সফর করেছিলেন তারেক রহমান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট-১ আসন দীর্ঘদিন ধরে ‘ক্ষমতার মর্যাদার আসন’ হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এই পুণ্যভূমি থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করে আসছে। এ প্রেক্ষাপটে তারেক রহমানের এই সফর দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
তার আগমন ও জনসভাকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং মাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯