পঞ্চখণ্ড আই ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ছয়টি সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাই শেষে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, আয়কর সংক্রান্ত অসঙ্গতি এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটিসহ বিভিন্ন কারণে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল ও স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটের ছয়টি আসনে মোট ৪৭টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ৩৫টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৫ জন প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে। স্থগিত প্রার্থীদের আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) বেলা ১টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা না দিলে তাদের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল করা হবে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব বাতিলসহ যেসব বিষয়ে কাগজপত্রের ঘাটতির কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে, সেগুলো যাচাই করে রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
আসনভিত্তিক তথ্যে জানা যায়, সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রমাণপত্র না থাকায় তার মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে।
সিলেট-২ আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত নথিতে অসঙ্গতি পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থী—আবরার ইলিয়াস ও আব্দুস শহীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের মনোনয়ন দ্বৈত নাগরিকত্ব বাতিল সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে স্থগিত রাখা হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা ও মাইনুল বাকরের মনোনয়ন এক শতাংশ ভোটারের তথ্য ও স্বাক্ষরে গরমিল থাকায় বাতিল করা হয়েছে।
সিলেট-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাঈদ আহমদের মনোনয়ন প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানের মনোনয়ন দলের কেন্দ্রীয় কমিটির কাগজপত্রে অসঙ্গতির কারণে আপাতত স্থগিত রয়েছে।
সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সাউফুদ্দিন খালেদের মনোনয়ন ঋণ খেলাপির অভিযোগে বাতিল করা হয়েছে।
সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের মনোনয়ন দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় স্থগিত রাখা হয়েছে। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন আয়কর সংক্রান্ত কাগজপত্রের অসঙ্গতির কারণে আপাতত স্থগিত রয়েছে। এছাড়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯