কবি সুহেনা আক্তার হেনার দ্বিতীয় কাব্যগ্রন্থ “শব্দের ভেতর আমি”—জুঁই প্রকাশ থেকে প্রকাশিত—এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
ইংরেজি নববর্ষের দিনে (১ জানুয়ারি) সাহিত্যপ্রেমী ও গুণীজনদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, গবেষক ও সমাজসেবী তাবেদার রসুল বকুল। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন কবি শিপারা শিপা এবং সাংবাদিক কারী মোহাম্মদ শরিফ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন রোটারীয়ান নুরুল ইসলাম রুপন। সভাপতিত্ব করেন সমাজসেবায় মানবিক ফাউন্ডেশন'র সহসভাপতি আব্দুল হাফিজ চৌধুরী আবু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী আব্দুল মোমিন, সাহিত্যকর্মী রুবেল আহমেদ, সমাজকর্মী হামিদা জাহান, ব্যবসায়ী সবুজ সেমল কুলাবসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে কবি সুহেনা আক্তার হেনার সাহিত্যচর্চা, কাব্যভাষার স্বাতন্ত্র্য ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তাঁরা বলেন, “শব্দের ভেতর আমি” পাঠকের অনুভূতির গভীরে পৌঁছাবে এবং সমকালীন বাংলা কবিতায় একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯