প্রেস বিজ্ঞপ্তি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও প্রবীণ রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া–এর ইন্তেকালে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি আমাদের আন্তরিক সমবেদনা। একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংগ্রামে তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—এমনটাই আমরা মনে করি।
আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি, তিনি যেন এই প্রবীণ রাজনীতিবিদের সমস্ত গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।
এই শোক প্রকাশ করেছেন—সাবেক প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি আতাউর রহমান, সাবেক প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুদ দাইয়ান, এবং উভয় সংগঠনের সচিব ও বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসীম কান্তি তালুকদার, বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক আন্দোলন সংগ্রাম কমিটির আহবায়ক ও নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল আহমদ ।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯