পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা নতুন মোড় নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে দুই নেতাকে দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে কেন্দ্র থেকে চিঠি দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রার্থী ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফয়সল আহমদ চৌধুরীর নাম ঘোষণা করেন। একই সঙ্গে এডভোকেট এমরান আহমদ চৌধুরী মাঠে দলকে ঐক্যবদ্ধ রেখে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এর মধ্যেই ২৭ ডিসেম্বর তারিখে মহাসচিবের স্বাক্ষর করা আরেকটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ফয়সল আহমদ চৌধুরীর নাম উল্লেখ থাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেটের দায়িত্বপ্রাপ্ত) জিকে গৌছ জানান, সিলেট-৬ আসনে দুই নেতাকেই মনোনয়ন জমা দিতে বলা হয়েছে এবং আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগে একজন প্রার্থী সরে দাঁড়াবেন।
এদিকে মনোনয়ন প্রক্রিয়ার এই সময়ে এমরান আহমদ চৌধুরীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ে। তিনি এটিকে পরিকল্পিত ভার্চ্যুয়াল অ্যাটাক হিসেবে উল্লেখ করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাকে হেয় করার চেষ্টা চলছে। দলীয় ফোরাম থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। এমরানের মতে, নির্বাচনী মাঠে চরিত্রহনন ও অপপ্রচার এখন একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলায় নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, সিলেট-৬ আসনে এবার মনোনয়ন প্রত্যাশীদের তালিকা ছিল দীর্ঘ ও প্রভাবশালী। চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক সিনিয়র নেতা এবং সাবেক এমপির পরিবারের সদস্যরাও মনোনয়ন দৌড়ে ছিলেন। সেই প্রেক্ষাপটে এমরান আহমদ চৌধুরীর মনোনয়নপ্রাপ্তি অনেকের কাছেই ছিল চমক। ফলে দলীয় ভেতরে প্রতিযোগিতা ও মান-অভিমান তৈরি হয়, যার সুযোগ নিয়ে একটি পক্ষ তাকে বিতর্কিত করার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।
তবে এসব চাপের মধ্যেও শান্ত ও কৌশলী অবস্থান নিয়েছেন এমরান। তিনি জানান, সব ষড়যন্ত্র দলের হাইকমান্ডকে জানানো হয়েছে এবং পূর্ণ সমর্থন থাকায় তিনি আত্মবিশ্বাসী। তার মতে, এখন প্রধান লক্ষ্য হলো গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করা। দল ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এরই মধ্যে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে সংগঠিত হচ্ছেন। সিনিয়র পর্যায়ের কিছু দূরত্ব থাকলেও শেষ পর্যায়ে সবাই এক হয়ে মাঠে নামবেন—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন তারা।
সবশেষে এমরান আহমদ চৌধুরী ফেসবুক বার্তায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর উদ্দেশে দেয়া স্পষ্ট বার্তায়—অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষের প্রার্থী পরিবর্তন হয়নি এবং যথাসময়ে মনোনয়ন জমা দেওয়া হবে। এবং জনগণের সমর্থন নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯