পঞ্চখণ্ড আই ডেস্ক :
২০২৪ সালের জুলাই–আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ হওয়া বিয়ানীবাজারের সন্তানদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।
শনিবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম পর্যায়ে তিনি পৌরশহরের ফতেহপুর এলাকায় পারিবারিক কবরস্থানে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন এবং শহীদ সাংবাদিক তুরাবের ভাই আবু জাফর মো. জাবুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরবর্তীতে ইউএনও উম্মে হাবিবা মজুমদার মুল্লাপুরে শহীদ তারেক আহমদ ও শহীদ ময়নুল ইসলামের এবং চারখাইয়ে শহীদ সোহেল আহমদের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ রায়হান আহমদকে তার নিজ জেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। রাষ্ট্র ও প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।”
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯