পঞ্চখণ্ড আই ডেস্ক রিপোর্ট:
সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে রাজধানীর ধানমণ্ডি থানায় মামলাটি করেন।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ছায়ানট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল দুর্বৃত্ত ছায়ানট ভবনে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা ভাঙচুর করে এবং বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেয়।
উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একই রাতে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়সহ ছায়ানটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনায় সাংস্কৃতিক অঙ্গন ও সুশীল সমাজে তীব্র উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯