বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ২০২৬ সালের জন্য সিআইপি (Commercially Important Person) নির্বাচিত হয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কৃতী সন্তান ফাহিম আহমদ। এ ক্যাটাগরিতে নির্বাচিত ৭৫ জনের মধ্যে তিনি একমাত্র সিলেট জেলার বাসিন্দা হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।
ফাহিম আহমদ ফারুক আহমদ ও রেহানা ইয়াসমিন চৌধুরীর সন্তান। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দেউল গ্রাম (পাতন), ডাকঘর চারখাই। তিনি সংযুক্ত আরব আমিরাতের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং Mohammed Farook Perfume, ইউনাইটেড আরব আমিরাত-এর স্বত্বাধিকারী।
ফাহিম আহমদের পিতা ফারুক আহমদ সত্তরের দশকে কুড়ার উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান। সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে তিনি সেখানে একজন সফল ও সুপরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন এবং গত বছর দুবাই সরকার কর্তৃক সিআইপি মর্যাদায় ভূষিত হন। বর্তমানে তাঁর অসুস্থতার কারণে পারিবারিক ব্যবসার সার্বিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন বড় ছেলে ফাহিম আহমদ।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সিআইপি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। গতকাল (১৭ ডিসেম্বর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন একই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান। তিনি বলেন, ফাহিম আহমদের সিআইপি নির্বাচিত হওয়া শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্যই গর্বের বিষয়। তাঁর এই সাফল্য প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
ফাহিম আহমদের সিআইপি নির্বাচিত হওয়ায় তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসী আনন্দিত। তাঁরা তাঁর উত্তরোত্তর ব্যবসায়িক সাফল্য কামনা করেছেন এবং দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯