আব্দুল করিম:
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আইফোন ছিনতাইয়ের লোভে এক যুবককে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম ইমন আহমদ (২২)। তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের বাসিন্দা ও মুতলিব মিয়ার ছেলে।
তিন দিন নিখোঁজ থাকার পর বুধবার (সকাল) বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি মৎস্য আড়তের পাশে ডোবা থেকে ইমনের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল ইসলাম (২৩)-কে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের আব্দুল করিম মনাইরের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতার প্রমাণ মেলে এবং তার দেখানো স্থান থেকেই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ ধারণা করছে, ইমন আহমদ একটি দামী আইফোন ১৫ প্রো ম্যাক্স ব্যবহার করতেন। সেই ফোন দখল ও বিক্রির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ইউপি চেয়ারম্যান জানান, ইমন অত্যন্ত সহজ-সরল ও ভদ্র প্রকৃতির যুবক ছিলেন। তাঁর এমন নির্মম মৃত্যু এলাকাবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।
নিহতের স্বজনদের অভিযোগ, ঘাতক মরদেহ তিনদিন গোপন করে রেখেছিল, এমনকি এতে তার পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতাও থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯