আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মিজ উম্মে হাবিবা মজুমদারকে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১ ডিসেম্বর) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন পদায়িত ইউএনওকে তার অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন–১৪৪ অনুযায়ী ক্ষমতা প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি আগামী ৪ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন; নির্ধারিত সময়ে যোগদান না করলে ওইদিন বিকেলের পর থেকে তাকে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
এ ছাড়া বদলি করা কর্মকর্তার কর্মস্থল পূর্বে পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট দপ্তরের নাম–ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিলের নির্দেশনাও প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯