পঞ্চখণ্ড আই ডেস্ক:
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক শাহরিয়ার ইমন সানি। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে শুক্রবার তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামের বাসিন্দা সানি বর্তমানে এলএলবি কোর্সে অধ্যয়নরত। তিনি জুলাই আন্দোলনের সম্মুখ সারির সক্রিয় তরুণ সংগঠক হিসেবে পরিচিত।
মনোনয়ন ফরম সংগ্রহের পর দেওয়া বক্তব্যে শাহরিয়ার ইমন সানি বলেন, “এলাকার মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে হলে প্রয়োজন আন্তরিক উদ্যোগ, দূরদর্শী পরিকল্পনা এবং স্বচ্ছ নেতৃত্ব। দেশের রাজনীতি এখন পরিবর্তনের দ্বারপ্রান্তে। জনগণ এমন নেতৃত্ব চায়, যারা শুধু ক্ষমতার রাজনীতি করবে না—সারা বছর মানুষের পাশে থাকবে, সুখে-দুঃখে, আশা-নিরাশায়।”
তিনি আরও বলেন, “রাজনীতি মানে ক্ষমতা নয়, সেবা। দল মানে জনগণের শক্তি। সততা, দক্ষতা ও দূরদর্শিতাই আমাদের মূলমন্ত্র। এনসিপি জনগণের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব নিতে দৃঢ়প্রতিজ্ঞ।”
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯