পঞ্চখণ্ড আই ডেস্ক:
অস্ত্র আইন ম্যানুয়েলের ৭৫ নম্বর অনুচ্ছেদ এবং ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা–২০১৫’ অনুযায়ী সিলেট জেলায় ২০২৬ সালের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন কার্যক্রম আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দুক, শর্টগান ও রাইফেল লাইসেন্সের নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১০,০০০ টাকা, আর পিস্তল ও রিভলবার লাইসেন্সের নবায়ন ফি ২০,০০০ টাকা। এই ফি–এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট এবং ১০ শতাংশ আয়কর যুক্ত হবে। সব অর্থ অনলাইনে চালানের মাধ্যমে সরকারি কোড (১-২২১১-০০০০-১৮৫৯) এবং সংশ্লিষ্ট ভ্যাট/আয়কর কোডে জমা দিতে হবে। পরবর্তীতে চালানের মূল কপি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে দাখিল করতে হবে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জেলার বিভিন্ন উপজেলায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের তারিখভিত্তিক সময়সূচিও প্রকাশ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে সমগ্র জেলার পিস্তল/রিভলবার এবং রাইফেল/বন্দুক লাইসেন্স নবায়ন করা যাবে। উপজেলা পর্যায়ের ক্যাম্পগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নবায়ন কার্যক্রম চলবে।
বালাগঞ্জে নবায়ন কার্যক্রম হবে ৯–১১ ডিসেম্বর ২০২৫, ফেঞ্চুগঞ্জে ১৪–১৭ ডিসেম্বর, বিশ্বনাথে ১৭–২১ ডিসেম্বর, গোলাপগঞ্জে ২২–২৪ ডিসেম্বর, গোয়াইনঘাটে ২৮–৩০ ডিসেম্বর, বিয়ানীবাজারে ১৪–১৭ ডিসেম্বর, দক্ষিণ সুরমায় ১৭–২১ ডিসেম্বর, জালালাবাদ সেনানিবাসে ২২–২৪ ডিসেম্বর এবং জকিগঞ্জে ২৮–৩০ ডিসেম্বর।
একইভাবে কোম্পানীগঞ্জে ৯–১১ ডিসেম্বর, ওসমানীনগরে ১৪–১৭ ডিসেম্বর, কানাইঘাটে ১৭–২১ ডিসেম্বর এবং জৈন্তাপুরে ২২–২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রতিটি ক্যাম্পে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এবং মনোনীত কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে লাইসেন্সধারীদের সতর্ক করে বলা হয়, নবায়নের সময় মূল আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, এবং মূল লাইসেন্স বই সঙ্গে আনতে হবে। আগ্নেয়াস্ত্র জমা দেওয়া থাকলে সেই জমা রশিদ বা জিডির কপি প্রদর্শন করতে হবে। লাইসেন্সধারীর বয়স ৭০ বছরের বেশি হলে লাইসেন্স নবায়ন করা হবে না; বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্ধারিত তারিখে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখে কোনো কারণে উপজেলা পর্যায়ে লাইসেন্স নবায়ন করা সম্ভব না হলে আগ্রহী লাইসেন্সধারীরা ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এসে নবায়ন করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেট সিলেট সকল লাইসেন্সধারীকে নির্ধারিত শিডিউল অনুযায়ী ক্যাম্পে উপস্থিত হয়ে নবায়ন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯