ঢাকার গাজীপুরের বাইপাইলে ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান— “এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল বাইপাইল।”
এর ঠিক আগের দিন—শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের জেলাগুলো কেঁপে ওঠে। ভয়াবহ সেই কম্পনে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান।
মৃতদের মধ্যে— ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন ও নারায়ণগঞ্জে ১ জন। এছাড়া দেশজুড়ে বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
ক্রমাগত ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে, আর বিশেষজ্ঞরা ভূমিকম্প সচেতনতা ও প্রস্তুতি জোরদারের পরামর্শ দিয়েছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯