শেওলা সুতারকান্দি “টিভি”র চার বছর পূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও নাশিদ সন্ধা অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই আয়োজনকে ঘিরে দুবাগবাজারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ বিয়ানীবাজার উপজেলার সভাপতি, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, শিক্ষাবিদ ও গবেষক আতাউর রহমান। তিনি বলেন, “শেওলা সুতারকান্দি ‘টিভি’ চার বছরে অঙ্গীকারবদ্ধভাবে গণমাধ্যমের দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জন করেছে। সংবাদ প্রচারের পাশাপাশি এই মাধ্যম স্থানীয় মানুষের সংস্কৃতি, কৃষ্টি ও সম্ভাবনা তুলে ধরে সামাজিক দায়িত্বও পালন করছে।” তিনি প্রতিষ্ঠাতা পরিচালক ছালেহ আহমদ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
১৭ নভেম্বর শনিবার রাত ৮টায় দুবাগবাজার চৌমুহনীতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল কাদির এবং সঞ্চালনায় ছিলেন টিভির সংবাদ উপস্থাপক হাফিজ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মাওলানা ওহিদুজ্জামান চৌধুরী (উপাধ্যক্ষ, চান্দ্রগ্রাম আনোয়ারুল উলূম ফাযিল মাদ্রাসা), জুবের আহমদ (সহ-সভাপতি, জাতীয় গণমাধ্যম কমিশন, গোলাপগঞ্জ), বদরুল ইসলাম, মো. জিয়া উদ্দিন, ইতালি প্রবাসী মাওলানা নাছির উদ্দিন, মাওলানা কমর উদ্দিন (সভাপতি, তাফসীরুল কোরআন পরিষদ, দুবাগ), সমাজসেবক শিব্বির আহমদ সুলেমান, মাওলানা হাবিবুর রহমান (ইমাম ও খতিব, দুবাগ কেন্দ্রীয় জামে মসজিদ), কবি আজিজ ইবনে গণি (‘জুঁই প্রকাশ’-এর স্বত্বাধিকারী), প্রধান শিক্ষক আব্দুস ছামাদ আজাদ, সাংবাদিক এম এ ওমর (সভাপতি, জার্নালিস্ট এসোসিয়েশন বিয়ানীবাজার), আজিজুর রহমান জয়নাল (সাংগঠনিক সচিব, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি), এম এ রশিদ (সভাপতি, জেলা কমিটি), সাংবাদিক সাদিক হোসেন এপলু ।

এছাড়াও বক্তব্য রাখেন আবুল হাসান আল মামুন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, সিলেট পূর্ব জেলা), আব্দুল গফফার তাহের (সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা শাখা ও টিভির সহযোগী পরিচালক), প্রতিষ্ঠাতা পরিচালক ছালেহ আহমদ, ব্যবসায়ী ও চিকিৎসক খালেদ আহমদ এবং ব্যবসায়ী তারেক আহমদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম এবং জায়ান শিল্পী গোষ্ঠী গজল পরিবেশন করে অতিথিদের মন জয় করে। পরে প্রতিষ্ঠাতা পরিচালক ছালেহ আহমদের লিখিত শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন হাফিজ ইকবাল হোসেন।

অতিথিবৃন্দ অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে শেওলা সুতারকান্দি “টিভি”র বস্তুনিষ্ঠ সংবাদ যাত্রা আরও বিস্তৃত হোক—এই প্রত্যাশা জানান। সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে প্রথম অধিবেশনের সমাপ্তি হয়। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে নাশিদ ও গজল সন্ধার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯