পঞ্চখণ্ড আই ডেস্ক :
ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস. আরমিন রাখী-এর মোট ৫৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (Freeze) করার আদেশ দিয়েছেন। এসব হিসাবের মধ্যে বর্তমানে রয়েছে ২ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার ৩৫৬ টাকা। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পর আদালত এই নির্দেশ দেন, যা নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। দুদকের পক্ষে আবেদন উপস্থাপন করেন উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।
দুদকের আবেদনে উল্লেখ করা হয় যে নানক ও তার পরিবারের নামে মোট ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে, যার মধ্যে প্রায় ১৭.৫৫ কোটি টাকা জমা এবং ১৪.৬২ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এসব টাকার উৎস বৈধ নয় বলে দুদকের ধারণা। তদন্তে প্রমাণ মিলেছে যে টাকা দুর্নীতি, ঘুষ এবং মানিলন্ডারিংয়ের উদ্দেশ্যে লেনদেন করা হয়েছে। এমনকি তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকেও অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে বলে দুদক জানিয়েছে।
সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি বলে আদালত মন্তব্য করেন এবং তাই ফ্রিজের নির্দেশ দেন। আদালতের মতে, এই পদক্ষেপ অবৈধ অর্থের উৎস অনুসন্ধান এবং লেনদেনের ট্রেইল যাচাইকে সহজ করবে। দুদক আশা করছে, ব্যাংক হিসাব অবরুদ্ধ করার এই নির্দেশ মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯