সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই— এমন অভিমত ব্যক্ত করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ। গত ৭ নভেম্বর (শুক্রবার) সিলেটের কাজী নজরুল একাডেমি হলরুমে অনুষ্ঠিত সংস্থার বিভাগীয় আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গনি এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস) চেয়ারম্যান মোঃ মনজুর হোসেন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ-সভাপতি বঙ্গকবি মোঃ লুৎফুর রহমান এবং সঞ্চালনা করেন শিব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক; তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন ও সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান জয়নাল সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতামত ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে সিলেট বিভাগের বিভাগীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯