বাংলাদেশে শরিয়াভিত্তিক ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তন আসছে। তারল্য সংকট, শ্রেণিকৃত ঋণ, প্রভিশন ঘাটতি ও মূলধন সংকটে জর্জরিত পাঁচটি ইসলামী ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একীভূত প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।
অকার্যকর ঘোষিত ব্যাংকগুলো হলো—
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের কাছে পৃথক চিঠি পাঠিয়ে জানিয়েছে, ৫ নভেম্বর থেকে তাদের পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত থাকবে এবং ব্যাংকগুলো এখন থেকে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’-এর আওতায় পরিচালিত হবে।
পরিচালনা পর্ষদ বিলুপ্ত হওয়ায় নিয়মিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) দায়িত্ব হারাচ্ছেন। ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম এখন প্রশাসকদের তত্ত্বাবধানে চলবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এসব ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন সরকারি মালিকানাধীন শরিয়াভিত্তিক ব্যাংক গঠনের প্রক্রিয়া চলছে।
সূত্র জানায়, আজ বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরবেন।
এর আগে, গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের অনুমোদন দেয়। বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যৌথ সুপারিশে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯