সিলেট প্রতিনিধি:
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে সরকার ও শিক্ষক উভয়েরই দায়বদ্ধতা রয়েছে। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর ভূমিকা অনন্য। তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। এ মেরুদণ্ডকে দৃঢ় রাখতে শিক্ষক সমাজকে আদর্শ, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিক চেতনা জাগ্রত করাই আজকের সময়ের দাবি।”
শনিবার (৮ নভেম্বর) সকালে নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন আরও বলেন, “বাশিসের শিক্ষকরা মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একজন শিক্ষকই শত শিক্ষার্থীর জীবনে পরিবর্তন আনতে পারেন। তাই ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের মাধ্যমে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাশিস সিলেট জেলা শাখার আহ্বায়ক ও শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী। পরিচালনা করেন পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি ডা. ফজলুর রহীম কায়সার, বাশিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ এইচ এম ইসবাইল আহমদ, সাবেক সহ-সভাপতি মো. আব্দুস শাকুর, সাবেক যুগ্ম মহাসচিব খালেদ আহমদ এবং কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মো. ফজলুর রহমান।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা মাসউদ আহমদ খাঁন এবং গীতা পাঠ করেন ওসমানীনগর উপজেলা বাশিসের সচিব রিপন সূত্র ধর।
শেষে অনুষ্ঠিত নির্বাচনে ৩ বছরের জন্য ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাদাঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আহমদ আলী, সদস্য সচিব মোহাম্মদ গোলাম রব্বানী (অধ্যক্ষ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ) এবং সাংগঠনিক সম্পাদক মো. সাজ উদ্দিন (প্রধান শিক্ষক, ছুরতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়)।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯