পঞ্চখণ্ড আই ডেস্ক ;
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল রোববার সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা।
‘প্রাথমিক শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ জানান, দাবি বাস্তবায়ন ও পুলিশি হামলার প্রতিবাদে রোববার শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
এর আগে শনিবার বিকেলে শিক্ষকদের ‘কলম সমর্পণ’ কর্মসূচি ভণ্ডুল করে দেয় পুলিশ। শাহবাগের দিকে মিছিল নিয়ে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয় এবং পরবর্তীতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষক আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়।
এ বিষয়ে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, পুলিশের নির্দেশনা অমান্যকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও শিক্ষকরা অগ্রসর হওয়ার চেষ্টা করেন, যা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিক শিক্ষকরা তিন দফা দাবিতে শনিবার সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। তাঁদের দাবিগুলো হলো— দশম গ্রেডে বেতন কাঠামো বাস্তবায়ন, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯