পঞ্চখণ্ড আই ডেস্ক :
বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ১ নভেম্বর (শনিবার) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসার মোঃ আহসান ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৭(২) এবং ভোটার তালিকা বিধিমালা, ২০১২ এর ১৪(১) অনুসারে বিয়ানীবাজার উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাথিউরা, তিলপাড়া, মুল্লাপুর, মুড়িয়া ও লাউতা ইউনিয়ন এবং বিয়ানীবাজার পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সকল ভোটার এলাকার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ৩১ অক্টোবর ২০০৭ বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করে এ খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে।
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি, নাম বাদ পড়া বা কোনো তথ্য সংশোধনের জন্য আবেদন দাখিল করা যাবে ১২ নভেম্বর ২০২৫ (বুধবার) পর্যন্ত। আবেদন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বা ডাকযোগে পাঠানো যাবে। পরবর্তী সময়ে দাবি ও আপত্তির নিষ্পত্তির কাজ সম্পন্ন হবে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর (সোমবার)। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়া ভোটার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিভাইজিং অথরিটির কার্যালয়ে, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে এবং বিয়ানীবাজার পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।
ভোটার তালিকা সংশোধন বা আপত্তির জন্য আবেদন ফরম (ফরম-৬, ফরম-৭ ও ফরম-৮) উপজেলা নির্বাচন অফিস, বিয়ানীবাজার থেকে সংগ্রহ করা যাবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান ইকবাল বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নাগরিকদের তথ্য হালনাগাদে অংশগ্রহণের মাধ্যমে সঠিক ভোটার তালিকা প্রণয়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯