পঞ্চখণ্ড আই রাজনৈতিক ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণের ঘোষণা দিয়েছে। রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ ঘোষণা দেন।
তিনি বলেন, “জনতার মধ্যে ইতোমধ্যেই ‘শাপলা’ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে এখন যুক্ত হচ্ছে ‘কলি’। আমরা ইনশাআল্লাহ ‘শাপলা কলি’ নিচ্ছি। বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান— আপনারা নিজ নিজ নির্বাচনী প্রস্তুতি শুরু করুন।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “নির্বাচন কমিশন যদি প্রজ্ঞাপন বা গণবিজ্ঞপ্তি জারি করে, তাহলে আমরা ‘শাপলা কলি’ প্রতীকেই যাচ্ছি।”
ইসির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ এখন পুরো দেশের সামনে স্পষ্ট। তবে আমরা প্রতীকের লড়াইয়ে আটকে থাকতে চাই না। বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, “ইসি কিছু প্রতীক যেমন বেগুন, খাট, লাউ বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক যুক্ত করেছে। এর মধ্যে আমরা ‘শাপলা কলি’কে আমাদের প্রার্থী প্রতীকের তালিকায় রেখেছি— প্রথমে ‘শাপলা’, দ্বিতীয়তে ‘সাদা শাপলা’, আর তৃতীয়তে ‘শাপলা কলি’। এতে প্রতীক নির্বাচনে সামঞ্জস্য বজায় থাকবে।”
নাসীর বলেন, “নির্বাচন কমিশন ধীরগতিতে কাজ করছে। আমরা অনেক আগেই আবেদন করেছি, কিন্তু এখনও সমাধান হয়নি। তাই আমরা চাই দ্রুত এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের মাঠে প্রতীক নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “বাংলাদেশে নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে। আমরা ফেব্রুয়ারির নির্বাচন সুন্দরভাবে বাস্তবায়নে অংশ নিতে চাই। ‘শাপলা কলি’ প্রতীকে আমরা জনগণের ইতিবাচক সাড়া পাচ্ছি। এবার ইনশাআল্লাহ ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।”
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯