পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে খুন হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড।
নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজের পর হাঁটতে ছাদে যান তিনি। পরে সকাল ৯টার দিকে তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান তারা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি জানান, হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯